ভারতে গড়ে চারটির মধ্যে একটি স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi! Samsung, Realme, Vivo-রা কোথায় জেনে নিন

বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রির ফলাফল প্রকাশিত হয়েছিল আগেই, এবার ভারতীয় স্মার্টফোনের বাজারের হাল হকিকতও সবার সামনে এল। Counterpoint Research-র রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ইন্ডিয়ান মার্কেট ১৬৯…

বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রির ফলাফল প্রকাশিত হয়েছিল আগেই, এবার ভারতীয় স্মার্টফোনের বাজারের হাল হকিকতও সবার সামনে এল। Counterpoint Research-র রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ইন্ডিয়ান মার্কেট ১৬৯ মিলিয়ন ইউনিট শিপমেন্টের সাথে ১১% বার্ষিক প্রবৃদ্ধির (YoY গ্রোথ) মুখ দেখেছে। এক্ষেত্রে Xiaomi (শাওমি) বাজারের প্রায় এক চতুর্থাংশ শেয়ার দখল করে দেশের সেরা স্মার্টফোন ব্র্যান্ডের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে সরবরাহের সমস্যার কারণে সমগ্র শিপমেন্ট ৮% বছর ভিত্তিতে (YoY) হ্রাস পেয়েছে বলে জানা গিয়েছে।

বেড়েছে স্মার্টফোন বাজারের রেভেনিউও

রিপোর্ট বলছে, ভারতীয় স্মার্টফোন বাজারের রেভেনিউও গত বছর একটি নতুন রেকর্ড গড়েছে। ২০২১ সালে রেভেনিউয়ের পরিমাণ ৩৮ বিলিয়ন অতিক্রম করেছে, যা ২০২০-এর তুলনায় ২৭% বেশি৷ এক্ষেত্রে স্মার্টফোনের গড় বিক্রয় মূল্য ১৪% ওয়াই-টু-ওয়াই (YoY) রেটে বেড়ে সর্বোচ্চ ২২৭ ডলারে পৌঁছেছে ৷ মূলত উপাদানের মূল্য বৃদ্ধি, প্রিমিয়াম সেগমেন্টে OEM-এর ক্রমবর্ধমান ফোকাস এবং অর্থায়ন বিকল্পগুলির প্রাপ্যতার কারণে মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা বৃদ্ধির হয়েছে ও এই জাতীয় উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষক শিল্পী জৈন। পাশাপাশি PLI (প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ) স্কিমগুলি ভারতীয় স্মার্টফোন উৎপাদন শিল্পের জন্য একটি দুর্দান্ত বুস্টার হয়েছে৷

বাজার দখলে কোন ব্র্যান্ড কত এগিয়ে?

ব্র্যান্ড-ভিত্তিক ডিস্ট্রিবিউশনের কথা বললে, শাওমি ২% ওয়াই-টু-ওয়াই বৃদ্ধি রেকর্ড করে বাজারে শীর্ষস্থানে রয়েছে। কোম্পানিটির বিক্রি প্রিমিয়াম সেগমেন্টে Mi 11X সিরিজের জন্য ২৫৮% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফোকাস কমে যাওয়া এবং কম মিড-রেঞ্জ লঞ্চের কারণে ২০২১ সালে স্যামসাং (Samsung) শিপমেন্টে ৮% পতনের সাথে দ্বিতীয় অবস্থানে ছিল। তবে তালিকায় তৃতীয় স্থানাধিকারী রিয়েলমি (Realme) দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে নজির গড়েছে, তারা ২০% প্রবৃদ্ধির মুখ দেখেছে।

একইভাবে ভিভো (Vivo) গত বছর শীর্ষ 5G স্মার্টফোন কোম্পানি হিসাবে ১৯% শেয়ারের সাথে প্রথমে উঠে এসেছে। এর মধ্যে সংস্থার ‘Y’ সিরিজ এবং ‘V’ সিরিজের বিক্রি ২% বেড়েছে। আবার ওপ্পো (Oppo) ৬% প্রবৃদ্ধির সাথে পঞ্চম স্থানে পৌঁছেছে। এছাড়া আইটেল, ইনফিনিক্স এবং টেকনো সমন্বিত ট্রান্সশন গ্রুপ গত বছর ৫৫% বৃদ্ধির মুখ দেখেছে। অন্যদিকে প্রিমিয়াম ডিভাইস স্পেশালিস্ট অ্যাপল ১০৮% ওয়াই-টু-ওয়াই প্রবৃদ্ধি নথিভুক্ত করেছে। আবার জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus) ২০২১ সালে তার সর্বোচ্চ শিপমেন্টে পৌঁছেছে, এই সংস্থাটির বিক্রি ৫৯% বৃদ্ধি পেয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন