Xiaomi Leica: দুর্দান্ত ক্যামেরার সাথে আসছে শাওমি ১২ আল্ট্রা, থাকবে লাইকার প্রযুক্তি

জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক শাওমি (Xiaomi) তাদের গ্রাহকদের জন্য খুব শীঘ্রই অত্যাধুনিক ক্যামেরার সাথে বাজারে আনতে...
Ananya Sarkar 23 May 2022 1:32 PM IST

জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারক শাওমি (Xiaomi) তাদের গ্রাহকদের জন্য খুব শীঘ্রই অত্যাধুনিক ক্যামেরার সাথে বাজারে আনতে চলেছে একটি নতুন ডিভাইস। আসলে আজ শাওমি প্রখ্যাত ক্যামেরার লেন্স নির্মাণকারী সংস্থা লাইকা (Leica)-এর সাথে তাদের পার্টনারশিপ শুরু করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। বর্তমানে এই ক্যামেরা সেন্সর প্রস্তুতকারী সংস্থার সাথে মিলিত হয়ে শাওমি একটি নতুন হ্যান্ডসেট তৈরি করছে, যা আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে উন্মোচিত হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, লাইকা, শার্প (Sharp), হুয়াওয়ে (Huawei) এবং প্যানাসনিক (Panasonic)-এর পর মোবাইল ইমেজিংয়ের জন্য চতুর্থ কোম্পানি হিসেবে শাওমির সাথে তাদের অংশীদারিত্ব শুরু করেছে।

Xiaomi ও Leica- এর পার্টনারশিপে শীঘ্রই বাজারে আসছে একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন

শাওমি জার্মান সংস্থা লাইকা-এর সাথে তাদের "দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা" নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে তারা একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর যৌথভাবে কাজ করছে, যেটি চলতি বছর জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ করা হবে। তবে, শাওমি আসন্ন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কিত কোনও তথ্যই এখনও প্রকাশ করেনি।

প্রসঙ্গত, যেহেতু এই শাওমি হ্যান্ডসেটটি কয়েক মাসের মধ্যেই উন্মোচিত হতে চলেছে, তাই আশা করা যায় এটি সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১+ প্রসেসর দ্বারা চালিত হবে। শাওমির সিইও লেই জুন (Lei Jun) কোনোরকম বিস্তারিত তথ্য প্রকাশ না করেই বলেছেন যে, লাইকার সাথে এই অংশীদারিত্ব সংস্থার ইমেজিং কৌশলকে আরও শক্তিশালী করে তুলবে।

এছাড়া মনে করা হচ্ছে, শাওমি তাদের ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম স্মার্টফোনে একটি স্বতন্ত্র ফিচার অফার করতে অন্যান্য চীনা ব্র্যান্ডগুলির পদাঙ্ক অনুসরণ করছে, যা তাদের আপকামিং স্মার্টফোগুলিকে অন্যান্য ব্র্যান্ডের ডিভাইসগুলির মধ্যে আলাদা করে তুলতে সাহায্য করবে। এই ট্রেন্ডটি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের মাধ্যমে ২০১৬ সালে প্রথম শুরু হয়, যখন কোম্পানিটি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির ক্যামেরা ফিচারগুলির জন্য লাইকার সাথে অংশীদারিত্ব শুরু করে। এরপর ওয়ানপ্লাস (OnePlus) এবং ওপ্পো (Oppo)-ও হ্যাসেলব্লাড (Hasselblad)-এর সাথে পার্টনারশিপ শুরু করেছে, আবার ভিভো (Vivo) ব্র্যান্ডটি ক্যামেরা প্রস্তুতকারক জেসিস (Zeiss)-এর সাথে অংশীদারিত্ব করেছে।

উল্লেখ্য, যদিও শাওমি আপকামিং হ্যান্ডসেটটির নাম প্রকাশ করেনি, তবে এটি তাদের ১২ সিরিজে অন্তর্ভুক্ত বহু চর্চিত Xiaomi 12 Ultra মডেলটি হতে পারে। আর যদি এই তথ্যটি সত্যি হয়, তাহলে ডিভাইসটি বাজারে বিদ্যমান অন্যান্য প্রিমিয়াম ফোনের তুলনায় আরও উন্নত ক্যামেরা ফিচারের সাথে আত্মপ্রকাশ করবে।

Show Full Article
Next Story