অ্যামাজন থেকে কেনা যাবে 5G ফোন Xiaomi Mi 10, মিলবে ফ্রি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক

গতকালই জানা গিয়েছিলো ৮ মে অর্থাৎ আগামীকাল ভারতে লঞ্চ হবে Mi 10 5G। Xiaomi এবছরের ফেব্রুয়ারিতে ইউরোপে মি ১০ ৫জি লঞ্চ করেছিল। এবার এই ফোনটি…

গতকালই জানা গিয়েছিলো ৮ মে অর্থাৎ আগামীকাল ভারতে লঞ্চ হবে Mi 10 5G। Xiaomi এবছরের ফেব্রুয়ারিতে ইউরোপে মি ১০ ৫জি লঞ্চ করেছিল। এবার এই ফোনটি কোথা থেকে কেনা যাবে তা জানা গেল। ভারতে Mi 10 ই-কমার্স সাইট Amazon থেকে কেনা যাবে। আগামীকাল দুপুর ১২ টায় এই ফোনটিকে ভারতে লঞ্চ করা হবে। এরসাথে কোম্পানি Mi Box ও লঞ্চ করবে। যার সাহায্যে সাধারণ টিভিকে, স্মার্ট টিভিতে রূপান্তর করা যাবে। আবার কাল দুপুর ২ টো থেকে ফোনটি প্রি অর্ডার ও করা যাবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, যেসব গ্রাহক ফোনটি প্রিবুকিং করবে তারা বিনামূল্যে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক পাবে। যার দাম ২,৪৯৯ টাকা।

এদিকে ভারতে Mi 10 5G এর দাম কত হবে সে সম্পর্কে কোম্পানি এখনো ধোঁয়াশা রেখেছে। গতমাসেই এই ফোনটিকে ভারতে লঞ্চ করার কথা ছিল। যদিও লকডাউনের কারণে তা পিছিয়ে দিতে হয়। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর থাকবে। চীনে শাওমি এমআই ১০ এর দাম শুরু হয়েছে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪২,৫০০ টাকা) থেকে। 

Xiaomi Mi 10 স্পেসিফিকেশন :

শাওমি এমআই ১০ এর দাম শুরু হয়েছে ৭৯৯ ইউরো (প্রায় ৬৬,০০০ টাকা) থেকে। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের। এই ফোনে ৯০ হার্জ রিফ্রেশ রেটের সাথে ৬.৬৭ ইঞ্চি এমোলেড ফুল এইচডি প্লাস কার্ভাড ডিসপ্লে দেওয়া হয়েছে। আবার ফোনের সামনের দিকে বাম দিকে কোণায় পাঞ্চ হোলের মধ্যে সেলফি ক্যামেরা আছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। ফোনটিতে 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক MIUI ১১ এর উপর চলে।

Mi 10 ফোনে আছে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ। আবার এমআই ১০ এ পাবেন ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৭২০ এমএএইচ ব্যাটারি। এমআই ১০ এর প্রধান রিয়ার ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, এছাড়াও আছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য এই ফোনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *