Xiaomi-র একটি এবং Redmi ব্র্যান্ডের দু'টি হ্যান্ডসেটে Android 12 বেসড MIUI 13 আপডেট রোলআউট শুরু হল

গত জানুয়ারি থেকে শাওমি, রেডমি, পোকোর বিভিন্ন প্রিমিয়াম ও মিড-রেঞ্জ স্মার্টফোনে Android 12 নির্ভর MIUI 13 আপডেট রোলআউট...
ANKITA 26 March 2022 6:16 PM IST

গত জানুয়ারি থেকে শাওমি, রেডমি, পোকোর বিভিন্ন প্রিমিয়াম ও মিড-রেঞ্জ স্মার্টফোনে Android 12 নির্ভর MIUI 13 আপডেট রোলআউট শুরু হয়েছে। সাম্প্রতিক কালে সংস্থাত্রয়ীর বিভিন্ন লেটেস্ট হ্যান্ডসেটে ওই আপডেট এসে পৌঁছনোর খবর সামনে এসেছে। আর এখন শাওমির তিনটি পুরনো স্মার্টফোনে Android এবং MIUI মোবাইল সফটওয়্যারের লেটেস্ট আপডেট রিলিজের সূচনা হল।

শাওমি তাদের হোম মার্কেট অর্থাৎ চীনের বাজারে বিক্রিত Mi 10 Ultra, Redmi Note 10 5G, ও Redmi Note 9 Pro 5G ডিভাইসে Android 12 বেসড MIUI 13 সংস্করণের আপডেট দিতে শুরু করেছে। এটি যথাক্রমে V13.0.1.0.SJJCNXM, V13.0.3.0.SKSCNXM, ও V13.0.3.0.SJSCNXM ফার্মওয়্যার ভার্সনের সঙ্গে এসেছে।

OTA আপডেটে যেমন হয়, নতুন এই আপডেট তেমন ভাবে ব্যাচ ধরে রোলআউট চলছে। কেউ কেউ সবার প্রথমে নতুন MIUI 13 পেতে পারেন। আবার অন্যান্য ব্যবহার ব্যবহারকারীর কাছে পৌঁছতে কিছুটা সময় নিতে পারে‌। প্রসঙ্গত, Mi 10 Ultra চাইনিজ মার্কেট এক্সক্লুসিভ হলেও বাকি দু'টি ফোন আর্ন্তজাতিক বাজারে উপলব্ধ‌।

Redmi Note 10 5G গ্লোবাল মার্কেটে Redmi Note 10T 5G এবং Redmi Note 9 Pro 5G বিশ্ববাজারে Mi 10 5G/Mi 10T Lite 5G হিসাবে পরিচিত। ফলে ভবিষ্যতে ফোনগুলির গ্লোবাল ভ্যারিয়েন্টগুলোতেও Android 12 নির্ভর MIUI 13 আপডেট দেওয়া হবে বলে আশা করা যায়। এ ক্ষেত্রে খুব বেশি হলে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।

Show Full Article
Next Story