Xiaomi-এর এই দুর্দান্ত স্মার্টফোন বাজার থেকে বিদায় নিল
Xiaomi গত বছর কিছুটা চমকে দিয়ে Mi 10S লঞ্চের ঘোষণা করেছিল। স্মার্টফোনটির ইউএসপি ছিল কম দামে বাছাই করা কিছু প্রিমিয়াম...Xiaomi গত বছর কিছুটা চমকে দিয়ে Mi 10S লঞ্চের ঘোষণা করেছিল। স্মার্টফোনটির ইউএসপি ছিল কম দামে বাছাই করা কিছু প্রিমিয়াম স্পেসিফিকেশন। রিলিজের সময় Mi 11 ফ্ল্যাগশিপের সস্তা সংস্করণ হিসাবেই পরিচিত পেয়েছিল এটি। কিন্তু আত্মপ্রকাশের এক বছরের মধ্যেই বাজার থেকে বিদায় নিল Xiaomi Mi 10S।
সম্প্রতি শাওমির সিইও লেই জুন এক সোশ্যাল মিডিয়া সাইটে এক নেটিজেনের প্রতুত্তরে জানান, Mi 10S পুরোপুরি সোল্ড আউট বা বিক্রি হয়ে গিয়েছে। চীনা সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সে দেশের বিভিন্ন বড় ই-কমার্স সাইটেও Xiaomi Mi 10S-এর নীচে আউট অফ স্টক বলে লেখা আছে। যা ইঙ্গিত করছে, স্মার্টফোনটি অবসর গ্রহণ করেছে।
যদিও অফলাইন মার্কেটে স্টক পুরোপুরি খালি না হওয়া পর্যন্ত Xiaomi Mi 10S শেষবারের মতো ক্রয়ের সুযোগ থাকবে বলে আশা করা যায়। তবে দুর্ভাগ্যজনক বিষয়, এত সুন্দর একটি ফোনকে আর্ন্তজাতিক বাজারে লঞ্চ করেনি শাওমি। এটি শুধুমাত্র চীনের বাজারেই বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল তারা।
Xiaomi Mi 10S-এর স্পেসিফিকেশনগুলির কথা বললে, এতে ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ ৯০ হার্টজ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 870 প্রসেসর, LPDDR5 র্যাম, UFS 3.0 স্টোরেজ, লিকুইড কুলিং টেকনোলজি, ১০৮+১৩+২+২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, হার্মান কার্ডনের টিউনড করা ডুয়েল স্টিরিও স্পিকার, ৪,৭৮০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং, এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।