স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের Xiaomi Mi 11 এর প্রিঅর্ডার শুরু ২৯ ডিসেম্বর থেকে

আজই জানা গেছে আগামী ২৮ ডিসেম্বর চীনে লঞ্চ হবে Xiaomi Mi 11 সিরিজ। এই সিরিজে দুটি ফোন থাকতে পারে Mi 11 ও Mi 11 Pro।…

আজই জানা গেছে আগামী ২৮ ডিসেম্বর চীনে লঞ্চ হবে Xiaomi Mi 11 সিরিজ। এই সিরিজে দুটি ফোন থাকতে পারে Mi 11 ও Mi 11 Pro। লঞ্চের পরের দিনই এই সিরিজের মি ১১ ফোনটির প্রি-অর্ডার শুরু হবে। চীনের ই-কমার্স সাইট Giztop থেকে ইচ্ছুক ক্রেতারা ২৯ ডিসেম্বর ফোনটি প্রিঅর্ডার করতে পারবেন।

এবার যারা ভাবছেন চীনে Mi 11 এর প্রিঅর্ডার শুরু হলে আমাদের কি লাভ? তাদের বলি Giztop সারা বিশ্বেই ডেলিভারি দিয়ে থাকে। ফলে আপনি যদি ভারতে সবার আগে এই ফোনটি ব্যবহার করতে চান তাহলে এটি নিঃসন্দেহে একটি দারুন সুযোগ। যদিও সাইটটি Mi 11 এর শিপিং ডেট এখনও জানায়নি।

Mi 11 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

গিকবেঞ্চ থেকে ইতিমধ্যেই জানা গেছে মি ১১ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে আসবে। সাথে থাকবে এড্রেনো ৬৬০ জিপিইউ। ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১।

মনে করা হচ্ছে Mi 11 ফোনে কোয়াড এইচডি প্লাস ৬.৬৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে ৫৫ ওয়াট ফাস্ট চার্জার সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। আবার ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটি স্মোক পার্পেল, হোয়াইট ও ব্লু কালারে আসবে।