Xiaomi Mi 11 Ultra-র দাম প্রায় 17000 হাজার টাকা কমানোর ঘোষণা করল, শীঘ্রই Xiaomi 12 Ultra লঞ্চের ইঙ্গিত?

Xiaomi Mi 11 Ultra গত বছরে শাওমি তথা বাজারের সেরা স্মার্টফোনগুলির মধ্যে একটি বললেও ভুল হবে না। শাওমির সবচেয়ে শক্তিশালী...
ANKITA 28 March 2022 11:35 PM IST

Xiaomi Mi 11 Ultra গত বছরে শাওমি তথা বাজারের সেরা স্মার্টফোনগুলির মধ্যে একটি বললেও ভুল হবে না। শাওমির সবচেয়ে শক্তিশালী ক্যামেরা স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করেছিল এটি। দুর্ধর্ষ ক্যামেরার পাশাপাশি প্রিমিয়াম ডিজাইন হাই-এন্ড স্পেসিফিকেশনের সাথে এসেছিল Mi 11 Ultra। এবার স্মার্টফোনটির দামে বেশ বড় রকমের কাটছাঁটের ঘোষণা করল শাওমি।

Xiaomi Mi 11 Ultra তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। সেগুলি হল, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। দাম রাখা হয়েছিল যথাক্রমে ৫,৯৯৯ ইউয়ান, ৬,৫৯৯ ইউয়ান, ও ৬,৯৯৯ ইউয়ান। গত জুনে প্রতিটি মেমরি অপশনের দাম ৫০০ ইউয়ান কমানো হয়েছিল। আর এখন মূল্য হ্রাসের পরিমাণ তার তিনগুণ‌।

শাওমি আজ অফিসিয়ালি চাইনিজ মার্কেটে Mi 11 Ultra-র দাম ১,৫০০ টাকা (প্রায় ১৭,০০০ টাকা) কমানোর ঘোষণা করেছে। এর ফলে চীনে ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির নতুন দাম শুরু হবে ৩,৯৯৯ ইউয়ান থেকে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৭,৭৩২ টাকার সমান‌। আপডেটেড প্রাইস ৩১ মার্চ থেকে কার্যকর হবে‌। শাওমির দাবি, এটি লিমিটেড পিরিয়ড অফার৷ অর্থাৎ পুরনো দাম পরবর্তীতে ফিরতে পারে।

প্রসঙ্গত, Xiaomi Mi 11 Ultra-র দাম কমানোর পিছনে অনেকেই Xiaomi 12 Ultra লঞ্চের গন্ধ পাচ্ছেন। লেটেস্ট রিপোর্ট বলছে, এটি মে মাসে চীনে উন্মোচিত হবে। Xiaomi 12 Ultra 2K অ্যামোলেড (AMOLED) কার্ভড ডিসপ্লে সহ আসতে পারে। তবে এতে Mi 11 Ultra-এর মতো সেকেন্ডারি ডিসপ্লে থাকবে কিনা, তা নিশ্চিত করা যায়নি। এছাড়া, এই প্রিমিয়াম স্মার্টফোনে লেইকা (Leica) ব্র্যান্ডের রিয়ার ক্যামেরা সেটআপও দেখা যাবে বলে জল্পনা রয়েছে।

Show Full Article
Next Story