পুরানো টিভিকে বানাবে স্মার্টটিভি, আজ প্রথমবার ভারতে কেনার সুযোগ Xiaomi Mi Box 4K এর

কয়েকদিন আগে Xiaomi ভারতে Mi Box 4K লঞ্চ করেছিল। কোম্পানির এই স্ট্রিমিং ডিভাইসটি রিমোট কন্ট্রোলের সাথে এসেছে। আপনাকে জানিয়ে রাখি Xiaomi-র এই বিশেষ প্রোডাক্টটি সাধারণ…

কয়েকদিন আগে Xiaomi ভারতে Mi Box 4K লঞ্চ করেছিল। কোম্পানির এই স্ট্রিমিং ডিভাইসটি রিমোট কন্ট্রোলের সাথে এসেছে। আপনাকে জানিয়ে রাখি Xiaomi-র এই বিশেষ প্রোডাক্টটি সাধারণ টিভি কে স্মার্ট টিভিতে পরিণত করবে। আজ mi.com থেকে এই ডিভাইসটি কিনতে পারবেন।  এতে 4K রেজুলেশন ভিডিও সাপোর্ট করে। মনে রাখবেন কেবল গ্রীন জোন ও অরেঞ্জ জোন থেকে এই অর্ডার করা যাবে।

Xiaomi Mi Box দাম :

ভারতে শাওমি মি বক্স এর দাম ৩,৪৯৯ টাকা। এই ডিভাইসটি Amazon Fire TV Stick 4K এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও জলদি এই ডিভাইস অফলাইন স্টোরগুলিতেও উপলব্ধ হবে।

Xiaomi Mi Box এর বিশেষত্ব :

শাওমি মি বক্স অ্যান্ড্রয়েড টিভি ৯ পাই সিস্টেমের সাথে এসেছে। এটি এইচডিএমআই পোর্টের মাধ্যমে সাধারণ টিভিকে স্মার্ট টিভিতে পরিণত করবে। এছাড়াও এতে অ্যান্ড্রয়েড টিভির মতো বিভিন্ন ওটিটি অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে। যার মধ্যে অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্স ও ডিসনে প্লাস হটস্টার উপলব্ধ।

Mi Box কোয়াড কোর অ্যামলজিক প্রসেসরের সাথে এসেছে। যেখানে আছে ২ জিবি র‌্যাম ও ৮ জিবি স্টোরেজ। এতে এইচডিআর১০ রেজুলেশন সাপোর্ট করবে। এই ডিভাইসটি স্টক অ্যান্ড্রয়েড টিভি ইন্টারফেসে চলবে। কানেক্টিভিটির জন্য এতে ওয়াইফাই, ইউএসবি পোর্ট ও ৩.৫ এমএম ডিজিটাল সকেট উপলব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *