Mi Mix 4: গ্লোবাল মার্কেটের পথে শাওমির প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরার ফোন, পেল Bluetooth SIG-এর ছাড়পত্র

এক সপ্তাহ আগে চীনে লঞ্চ হয়েছে শাওমির প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরার (সেলফি ক্যামেরা স্ক্রিনের ভিতরে অবস্থিত, বাইরে থেকে দৃশ্যমান নয়) ফ্ল্যাগশিপ ফোন Mi Mix 4।…

এক সপ্তাহ আগে চীনে লঞ্চ হয়েছে শাওমির প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরার (সেলফি ক্যামেরা স্ক্রিনের ভিতরে অবস্থিত, বাইরে থেকে দৃশ্যমান নয়) ফ্ল্যাগশিপ ফোন Mi Mix 4। তবে, আত্মপ্রকাশের আগে জল্পনা শোনা যাচ্ছিল যে, একমাত্র চীনের বাজারেই উপলব্ধ হবে Mi Mix 4। গ্লোবাল মার্কেটে ফোনটি নাও রিলিজ করতে পারে শাওমি। কিন্তু লঞ্চের পরেই দেখা গেল, গুগল প্লে কনসোলে তালিকাভুক্ত করা হয়েছে এই ফোনটিকে। আবার এখন ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG)-র শংসাপত্র পেয়ে গেল শাওমির এই ফ্ল্যাগশিপ ফোন. সুতরাং, ঘটনাপ্রবাহ ইঙ্গিত করছে যে জল্পনা উড়িয়ে গ্লোবাল মার্কেটে Mi Mix 4 লঞ্চের পরিকল্পনা করছে শাওমি।

Mi Mix 4 পেল Bluetooth SIG সার্টিফিকেশন

এমআই মিক্স ৪-এর চাইনিজ ভ্যারিয়েন্ট, 2106118C মডেল নম্বরটিকে অনুমোদন দিয়েছে ব্লুটুথ এসআইজি অথরিটি। ব্লুটুথ সার্টিফিকেশনের অর্থ এই নয় যে ডিভাইসটি গ্লোবাল মার্কেটে পা রাখছে, কিন্তু সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।

উল্লেখ্য, চীনে গুগলের উপর নিষেধাজ্ঞা থাকার ফলে এমআই মিক্স ৪ ও এমআই প্যাড ৫ গুগল মোবাইল সার্ভিসেস (জিএমএস) ছাড়াই সে দেশে লঞ্চ হয়েছে। ঘরেলু মার্কেটে লঞ্চ করার জন্য চীনের স্মার্টফোন প্রতিষ্ঠানগুলির গুগল প্লে কনসোলের সার্টিফিকেশনের প্রয়োজন পড়ে না। কিন্তু চীনের বাইরে লঞ্চ করতে গেলে ওই শংসাপত্র পাওয়া জরুরি হয়ে পড়ে। যার ফলে, গুগল প্লে কনসোলে এমআই মিক্স ৪-এর লিস্টিং গ্লোবাল লঞ্চের আভাস দিচ্ছে।

Xiaomi Mi Mix 4 স্পেসিফিকেশন

Xiaomi Mi Mix 4 স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি + ৮ মেগাপিক্সেল (পেরিস্কোপ টেলিফটো) + ১৩ মেগাপিক্সেল (আল্ট্রা ওয়াইড ফ্রি-ফর্ম) ট্রিপল রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন