লঞ্চের আগেই হিট Xiaomi Mi Mix 4, প্রি-রিজার্ভেশনে পেল ব্যাপক সাড়া

হাতে আর মাত্র একদিন! তারপর ক্যালেন্ডারের পাতা পাল্টালেই, আগামীকাল, অর্থাৎ ১০ আগস্ট লঞ্চ হচ্ছে Xiaomi (শাওমি)-র আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরাযুক্ত নতুন ফ্ল্যাগশিপ ফোন Mi Mix…

হাতে আর মাত্র একদিন! তারপর ক্যালেন্ডারের পাতা পাল্টালেই, আগামীকাল, অর্থাৎ ১০ আগস্ট লঞ্চ হচ্ছে Xiaomi (শাওমি)-র আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরাযুক্ত নতুন ফ্ল্যাগশিপ ফোন Mi Mix 4 (এমআই মিক্স ৪)। যদিও এই বহু প্রতীক্ষিত ফোনটি এখনই ভারতে আসবে না; কারণ, প্রাথমিকভাবে সংস্থাটি নিজের ঘরোয়া বাজার অর্থাৎ চীনে এটি লঞ্চ করবে বলে জানিয়েছে। লঞ্চের আগে, এমআই মিক্স ৪ হ্যান্ডসেটটি JD.com, Mi Mall এবং সংস্থার Tmall স্টোরের মতো একাধিক প্ল্যাটফর্মে প্রি-রিজার্ভেশনের জন্য উপলব্ধ হয়েছে। আর শুধু মাত্র দেশীয় বাজারের এই প্রি-রিজার্ভেশন প্রক্রিয়াতেই ফোনটি ব্যাপক সাড়া পেয়েছে – এমনটাই বলছে রিপোর্ট। জানা গেছে যে, এমআই মিক্স ৪-এর রিজার্ভেশনের পরিসংখ্যান ২,৩০,০০০ ছাড়িয়ে গেছে। অর্থাৎ লঞ্চের আগেই রেকর্ড ছুঁয়েছে শাওমির নতুন ফোন!

Xiaomi Mi Mix 4 লঞ্চের আগেই ব্যাপক জনপ্রিয়

রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে JD.com শপিং পোর্টালে এমআই মিক্স ৪ ফোনের ১,৫০,০০০ সংখ্যক রিজার্ভেশন নিবন্ধিত হয়েছে। আবার অন্য দুটি পোর্টালে ফোনটি নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে ৮০,০০০ মানুষ। তাই আগামী দিনে এই শাওমি এমআই মিক্স ৪ ফোন যে গ্রাহকমহলে আরো সমাদৃত হবে, তা সহজেই অনুমেয়।

Xiaomi Mi Mix 4 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

শাওমির আসন্ন এমআই মিক্স ৪ স্মার্টফোনের স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসেছে। গিকবেঞ্চের লিস্টিং থেকে জানা যায়, এই হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস চিপসেট এবং ১২ জিবি পর্যন্ত র‌্যাম থাকবে। অন্যদিকে Xiaomi 2106118C মডেল নম্বরের এই ফোনটি ৬.৬ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে প্যানেলসহ আসবে বলে আশা করা হচ্ছে, এই ডিসপ্লের ভিতর অদৃশ্য থাকবে সেলফি ক্যামেরা। তদুপরি, ফোনটি ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসতে পারে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (কিছু রিপোর্টে ১০০ মেগাপিক্সেল বলা হচ্ছে), ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর।

পাওয়ারের ক্ষেত্রে, Mi Mix 4 স্মার্টফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে এবং এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং (ওয়্যারড) সাপোর্ট করবে বলে অনুমান করা হচ্ছে। আবার এটিতে ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এদিকে, TENAA-র লিস্টিং প্রকাশ করেছে যে, ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে (৮ জিবি র‌্যাম/১২৮ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম/২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম/২৫৬ জিবি স্টোরেজ) আসবে। ফোনটির দাম Mi 11 Ultra-র থেকে বেশি রাখা হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন