Mi Mix 4 এর কাছে সবাই ফেল, আন্ডার ডিসপ্লে ক্যামেরা সহ থাকতে পারে Snapdragon 888 প্রসেসর

Xiaomi ইতিমধ্যেই তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Mi 11 বাজারে এনেছে। এই সিরিজের Mi 11 Ultra ফোনটি সারাবিশ্বেই যথেষ্ট সুনাম কুড়িয়েছে। ফলে Xiaomi-র পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ…

Xiaomi ইতিমধ্যেই তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Mi 11 বাজারে এনেছে। এই সিরিজের Mi 11 Ultra ফোনটি সারাবিশ্বেই যথেষ্ট সুনাম কুড়িয়েছে। ফলে Xiaomi-র পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ Mi Mix নিয়ে ফ্যানদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। আর কয়েকমাসের মধ্যেই এই সিরিজের Mi Mix 4 ফোনটি লঞ্চ হবে। তবে তার আগে টিপস্টারদের সৌজন্যে এই ফোনের দাম সহ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে Mi Mix 4 ফোনটি স্ন্যাপড্রাগন ৮৮৮ (Snapdragon 888) প্রসেসর সহ আসবে।

Mi Mix 4 এর দাম হবে Mi 11 Ultra -র মত

টিপস্টারদের কথা বিশ্বাস করলে, এমআই মিক্স ৪ এর দাম রাখা হবে ৫,৫৯৯ ইউয়ান, যা প্রায় ৭০,০০০ টাকার সমান। প্রসঙ্গত এমআই ১১ আল্ট্রা ফোনটি ভারতে একই প্রাইস রেঞ্জে (৬৯,৯৯৯ টাকা) লঞ্চ হয়েছে।

Mi Mix 4 এর স্পেসিফিকেশন ও ফিচার

রিপোর্ট অনুযায়ী, এমআই মিক্স ৪ ফোনে ৬.৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে, যার পিক্সেল রেজোলিউশন হবে ১৪৪০ x ৩১২০। ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হবে কর্নি গরিলা গ্লাস। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। আবার এমআই মিক্স ৪ ফোনে থাকবে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

তবে Mi Mix 4 ফোনের মুখ্য আকর্ষণ হতে পারে ৩২ মেগাপিক্সেল আন্ডার ডিসপ্লে ক্যামেরার ব্যবহার। আবার পিছনে দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ও দুটি ৪৮ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Mi Mix 4 ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। এর সাথে ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৭০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন