শাওমির তিন বছরের পরিশ্রমের ফসল, ট্রুলি ফুল-স্ক্রিন এক্সপেরিয়েন্স দেবে Mi Mix 4

অসংখ্য ব্রেকথ্রু, সাফল্য, ব্যর্থতা পেরিয়ে Mi Mix 4 তৈরি করতে ১ হাজার ২০ দিন, অর্থাৎ প্রায় ৩ বছরের কাছাকাছি সময় নিয়েছে শাওমি (Xiaomi)। আজ সংস্থার…

অসংখ্য ব্রেকথ্রু, সাফল্য, ব্যর্থতা পেরিয়ে Mi Mix 4 তৈরি করতে ১ হাজার ২০ দিন, অর্থাৎ প্রায় ৩ বছরের কাছাকাছি সময় নিয়েছে শাওমি (Xiaomi)। আজ সংস্থার পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে। ২০১৮-এর নভেম্বরে Mi Mix 3 লঞ্চ করেছিল শাওমি৷ এরপর ২০১৯ বা গত বছরেও Mi Mix 3-এর সাক্সেসরের ঘোষণা করেনি তারা। তবে এবার সাফল্য হাতে এসেছে। Mi Mix 4-এর ডেভেলপমেন্ট সম্পূর্ণ। তাই দীর্ঘ সময় পর আগামী ১০ অগস্ট Mi Mix 3-এর সাক্সেসর হিসেবে Mi Mix 4 লঞ্চ হচ্ছে। Mix সিরিজের এই আপকামিং ফোনের ডিসপ্লে কেমন হবে, তার আভাস দেওয়ার জন্য এবার টিজার রিলিজ করল শাওমি।

Mi Mix 4 পোস্টার

নতুন পোস্টারের মাধ্যমে এমআই মিক্স৪-এর ডিসপ্লের ডিজাইনের দিকেই শাওমি ইঙ্গিত করছে বলে আমরা মনে করছি। আগেও এমআই মিক্স সিরিজের প্রত্যেকটি ফোন ইউজারদের সত্যিকারের ফুল-স্ক্রিনের অভিজ্ঞতা দিয়েছে। সেই দিক থেকে এমআই মিক্স৪-ও ব্যতীক্রম নয়।

পোস্টারে বেশ কয়েকটি ফোনের ডিসপ্লে ডিজাইন দেখানো হয়েছে। শাওমি যেগুলি এমআই মিক্স৪-এর জন্য বিবেচনা করেছিল বলে মনে হচ্ছে। পোস্টারে এমআই মিক্স আলফা কনসেপ্ট ফোনটিও  দেখা গেছে। যেটি গত বছর কনসেপ্ট রূপে শাওমি প্রকাশ্যে এনেছিল। এর অনন্য wrap-around ডিসপ্লে ১৮০ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করে।

পোস্টারের সর্বশেষ ফোনটি কোনও নচ বা পাঞ্চ হোল কাটআউট ছাড়াই কার্ভড এজযুক্ত ডিসপ্লের সাথে দেখা গেছে। এদিকে জল্পনা শোনা যাচ্ছে যে,শাওমির প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ফোন হিসেবে Mi Mix 4 লঞ্চ হবে। যার ফলে পোস্টারের শেষ ফোনটি Mi Mix 4 বলে ধরে নেওয়া যায়।

Mi Mix 4 স্পেসিফিকেশন

রিপোর্ট বলছে এমআই মিক্স ৪ স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হবে। শাওমির এই ওলেড স্ক্রিনের মধ্যেই থাকবে অদৃশ্য সেলফি ক্যামেরা। ক্যামেরার জন্য সামনে নচ না থাকায় সত্যিকারের বেজেললেস এক্সপেরিয়েন্স পাবে ইউজারেরা। তবে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার জন্য এমআই মিক্স ৪ কেবল ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করবে। এটি প্রথাগত ১০৮০ পিক্সেল প্যানেলের তুলনায় আরও ভাল ভিউয়িং এক্সপেরিয়েন্স দেবে।

এমআই মিক্স ৪ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর বা এর ওভারক্লকড ভার্সন স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর ব্যবহার হতে পারে। এতে LPDDR5 র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজের জন্য মাইক্রনের uMCP5 চিপ ইন্টিগ্রেট করতে পারে শাওমি। এমআই মিক্স ৪-এর পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হিসেবে স্যামসাংয়ের GN1 সেন্সর থাকবে বলে জানা গিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন