জল্পনা সত্যি হল, Mi Pad 5 সিরিজ ১০ অগাস্ট Mi Mix 4 এর সাথে লঞ্চ হচ্ছে, জেনে নিন স্পেসিফিকেশন

জল্পনাই সত্যি হল! ১০ অগাস্ট আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ফোন Mi Mix 4-এর সঙ্গে Mi Pad 5 সিরিজের ট্যাবলেট ডিভাইস লঞ্চ করবে শাওমি (Xiaomi)। আজ…

জল্পনাই সত্যি হল! ১০ অগাস্ট আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ফোন Mi Mix 4-এর সঙ্গে Mi Pad 5 সিরিজের ট্যাবলেট ডিভাইস লঞ্চ করবে শাওমি (Xiaomi)। আজ টিজার পোস্টার শেয়ার করে এ বিষয়ে শিলমোহর দিয়েছে তারা। পোস্টার ইমেজ দেখে স্পষ্ট, Mi Pad 5 সিরিজের ট্যাবে স্টাইলাস সাপোর্ট থাকবে।

স্টাইলাসটি শাওমি স্মার্ট পেন নামে আসবে বলে আমরা মনে করছি। সম্প্রতি M2107K81PC মডেল নম্বরের এই স্টাইলাসটি আমেরিকার এফসিসির সার্টিফিকেশন পেয়েছিল। যদিও সেখান থেকে স্টাইলাসটির সম্পর্কে বিশেষ কিছু তথ্য সামনে আসেনি। শুধু জানা গেছে, এটি ব্লুটুথ ৫.০ সাপোর্ট করে। Mi Pad 5 সিরিজ মিড-রেঞ্জে লঞ্চ হবে বলে মনে হচ্ছে।

Mi Pad 5 স্পেসিফিকেশন

যদি জল্পনায় বিশ্বাস করি, তাহলে এমআই প্যাড তিনটি ভ্যারিয়েন্টে আসবে। বেস ভ্যারিয়েন্ট 2K স্ক্রিন রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া ট্যাবটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সহযোগে আসতে পারে।

সেকেন্ড মডেলে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ১০.৯৫ ইঞ্চি 2K এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮৭২০ এমএএইচ ব্যাটারি, এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

দ্বিতীয়টির মতো তৃতীয় ভ্যারিয়েন্টেও একইরকম স্পেসিফিকেশন থাকবে৷ তবে এটি অতিরিক্ত ফিচার হিসাবে ৫জি সাপোর্ট করবে।

উল্লেখ্য সম্প্রতি চীনের 3C অথরিটির ছাড়পত্র পাওয়া শাওমির 21051182C, M210581AC, এবং M210581C মডেলের ডিভাইসগুলি Mi Pad 5 সিরিজের ট্যাব বলে জল্পনা শোনা যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন