Xiaomi ভারতে আনছে ৭৫ ইঞ্চি স্ক্রিনের Mi OLED TV 75 স্মার্ট টিভি

বিগত দু-তিন বছর ধরেই স্মার্টফোন, ল্যাপটপ বা অন্যান্য আনুষঙ্গিক প্রোডাক্টের পাশাপাশি নানা ধরণের টিভি বাজারে নিয়ে আসছে Xiaomi। মাস কয়েক আগে তারা ৫৫ ইঞ্চির Mi…

বিগত দু-তিন বছর ধরেই স্মার্টফোন, ল্যাপটপ বা অন্যান্য আনুষঙ্গিক প্রোডাক্টের পাশাপাশি নানা ধরণের টিভি বাজারে নিয়ে আসছে Xiaomi। মাস কয়েক আগে তারা ৫৫ ইঞ্চির Mi QLED TV-র হাত ধরে প্রিমিয়াম স্মার্ট টিভি বিভাগেও প্রবেশ করেছে। তবে এখন, সংস্থাটি একটি নতুন ৭৫ ইঞ্চি টিভি চালু করে নিজের প্রিমিয়াম স্মার্টটিভির পরিসর বাড়ানোর পরিকল্পনা করছে। রিপোর্ট অনুযায়ী, চীনা টেক জায়ান্ট কোম্পানিটি আগামী ২৩শে এপ্রিল Mi 11 Ultra এবং Mi 11X স্মার্টফোন সিরিজের সাথেই লঞ্চ করতে চলেছে নতুন Mi QLED TV 75″। এটি ভারতে Xiaomi-র প্রথম ৭৫ ইঞ্চি টিভি মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।

ইতিমধ্যে এই নতুন Mi ব্র্যান্ডনেমযুক্ত QLED টিভিটির জন্য, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (mi.com)-এ একটি পৃথক মাইক্রোসাইট লাইভ হয়েছে। কিন্তু সেখানে টিভিটির সাধারণ বিজ্ঞাপন ছাড়া স্পেসিফিকেশন শেয়ার করেনি Xiaomi। তবে মনে করা হচ্ছে, এই নতুন টিভিটি অবশ্যই 4K রেজোলিউশনের ডিসপ্লে, একটি বেজেল-লেস ডিজাইন এবং পূর্বসূরি ৫৫ ইঞ্চি মডেল টিভিটির মত মেটাল ফিনিস সহ আসবে। তাছাড়া এটিতে ডলবি ভিশন, HDR 10+, HDR 10 এবং HLG জাতীয় ফিচারের উপস্থিতিরও ব্যাপক সম্ভাবনা আছে।

এদিকে মাইক্রোসাইটে বিজ্ঞাপনের দরুন Xiaomi জানিয়েছে যে আসন্ন টিভিটিতে দুর্দান্ত মিউজিক বা ভিডিও অভিজ্ঞতা পাওয়া যাবে। এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, ৫৫ ইঞ্চি মডেলের টিভিটিতে চারটি ওয়াইড-রেঞ্জ ড্রাইভার এবং ২টি টুইটারসহ মোট ছয়টি স্পিকার রয়েছে যা ৩০ ওয়াট আউটপুট সরবরাহ করে। সেক্ষেত্রে নতুন টিভিটিতেও একই বা আরো উন্নত সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে আশা করা যায়।

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রথম টিভি লঞ্চের পর থেকে, গত ৩ বছরে ভারতের বাজারে ৬ মিলিয়ন Mi TV বিক্রি হয়েছে। IDC (ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন)-এর মতে ভারতের স্মার্টটিভি বিভাগে ২৫ শতাংশেরও বেশি বাজারের শেয়ার রয়েছে এই Mi TV-র। আর এদেশে ক্রমবর্ধমান চাহিদা দেখে সংস্থাটিও মেড ইন ইন্ডিয়া টিভি বানানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া বাজারে আসছে Redmi টিভিও।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন