Xiaomi-র মুকুটে নতুন পালক, ৬০ কোটি মানুষের পছন্দ MIUI অপারেটিং সিস্টেম

শাওমি (Xiaomi) প্রায় একদশকেরও বেশি সময় ধরে সারা বিশ্বের বহু গ্রাহকের হাতে সস্তা কিন্তু উৎকৃষ্ট মানের মোবাইল ফোন তুলে দিয়ে জনসাধারণের মধ্যে একটি জনপ্রিয় ব্র্যান্ড…

শাওমি (Xiaomi) প্রায় একদশকেরও বেশি সময় ধরে সারা বিশ্বের বহু গ্রাহকের হাতে সস্তা কিন্তু উৎকৃষ্ট মানের মোবাইল ফোন তুলে দিয়ে জনসাধারণের মধ্যে একটি জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। হার্ডওয়্যারের পাশাপাশি, শাওমি সফ্টওয়্যার ডেভেলপমেন্টেও বিশেষ মনোযোগী, যা তাদের কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন, MIUI-এর সাফল্য থেকে স্পষ্ট। MIUI হল একটি অত্যন্ত কাস্টমাইজযোগ্য, ফিচার-সমৃদ্ধ অ্যান্ড্রয়েড স্কিন, যা শাওমি ব্যবহারকারীদের মধ্যে এবং তার বাইরেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আর এই জনপ্রিয়তার পরিমাণ যে কতটা তা শাওমির তরফে সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে। তারা বলেছে এমআইইউআই-এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি অতিক্রম করেছে।

MIUI-এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছাড়ালো ৬০ কোটির মাইলফলক

শাওমি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তিন দিন আগেই, এমআইইউএই-এর বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি ছাড়িয়ে গেছে। অর্থাৎ, কোম্পানিটিকে তাদের ৫০০ মিলিয়নের মাইলফলক থেকে বেরিয়ে আসতে প্রায় ১৮ মাস সময় লেগেছে। উল্লেখ্য, শাওমি এমআইইউআই ২০১২ সালের আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয় এবং তারপর থেকে, এটির ইউজার সংখ্যা ক্রমগত বৃদ্ধি পাচ্ছে। কোম্পানিটি গত ১২ বছরে ৬০০ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যা অত্যন্ত চিত্তাকর্ষক।

শাওমি সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, গতবছর ১১ ডিসেম্বর পর্যন্ত, এমআইইউআই-এর বিশ্বব্যাপী মাসিক অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যা ৫৬৪ মিলিয়ন বা ৫৬ কোটি ৪০ লক্ষে পৌঁছেছিল। ২০২১ সালের নভেম্বরে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ব্যবহারকারীর থেকে এটি একটি বিশাল বৃদ্ধি।

উল্লেখ্য, MIUI-এর সাফল্যের অন্যতম প্রধান কারণ হল এর অত্যন্ত কাস্টম এবং ফিচার-সমৃদ্ধ ইউজার ইন্টারফেস। এটি থিম, ফন্ট এবং আইকন সহ বিস্তৃত কাস্টম অপশনগুলি অফার করে৷ স্কিনটিতে আরও অনেক ফিচার রয়েছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করে, যেমন জেশ্চার কন্ট্রোল, ওয়ান-হ্যান্ডেড মোড এবং একটি ইন-বিল্ট অ্যাপ লক। এছাড়াও, MIUI-তে এমআই ব্রাউজার (Mi Browser), এমআই মিউজিক (Mi Music) এবং এমআই ভিডিও (Mi Video)-এর মতো শাওমির নিজস্ব অ্যাপগুলি রয়েছে, যা সামগ্রিক ইউজার এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করে। MIUI-এর ইউজার সংখ্যার ক্রমাগত বৃদ্ধির আরেকটি কারণ হল শাওমির দুর্দান্ত মার্কেটিং স্ট্রিটিজি। কোম্পানিটি প্রতিনিয়ত নতুন বাজারে তাদের বিস্তার শক্তিশালী করছে।

এছাড়াও, MIUI-এর ক্রমবর্ধমান ব্যবহারকারীর ভিত্তি হল সফ্টওয়্যারের ডেভেলপমেন্ট এবং ইউজার এক্সপেরিয়েন্সের প্রতি শাওমির প্রতিশ্রুতির প্রমাণ। উচ্চ কাস্টমাইজেবল এবং ফিচার-সমৃদ্ধ ইউজার ইন্টারফেস MIUI-এর সাফল্যের চাবিকাঠি। যদিও MIUI তাদের সিস্টেম বাগগুলির সাথে যুদ্ধ করে চলেছে, তবে বাজারে উপলব্ধ অন্যান্য মোবাইল সিস্টেমগুলিও এর ব্যতিক্রম নয়৷ কিন্তু সিস্টেম বাগগুলির প্রতি শাওমির প্রতিক্রিয়া খুব দ্রুত এবং এটি কোম্পানির জন্য আরেকটি ইতিবাচক দিক।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন