Xiaomi Mix Fold 2 টেক্কা দেবে সবাইকে, আসছে 120Hz Samsung Eco² OLED প্যানেলের সাথে

অত্যাধুনিক প্রযুক্তির সাথে আসতে চলা ফোল্ডেবল স্মার্টফোনগুলিই বর্তমানে প্রযুক্তি মহলের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আগামীকাল স্যামসাং (Samsung) তাদের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে বহু প্রতীক্ষিত Galaxy Z…

অত্যাধুনিক প্রযুক্তির সাথে আসতে চলা ফোল্ডেবল স্মার্টফোনগুলিই বর্তমানে প্রযুক্তি মহলের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আগামীকাল স্যামসাং (Samsung) তাদের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে বহু প্রতীক্ষিত Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 হ্যান্ডসেটগুলির ওপর থেকে পর্দা সরাবে বলে আশা করা হচ্ছে এবং আগামী ১১ আগস্ট মোটোরোলা (Motorola)-এর লেটেস্ট Moto Razr 2022 ফোল্ডেবল ফোনটি বাজারে পা রাখতে চলেছে। আর সম্প্রতি জল্পনা শুরু হয়েছে যে, প্রখ্যাত স্মার্টফোন নির্মাতা শাওমি (Xiaomi) এই লেটেস্ট ফোল্ডেবল ডিভাইসগুলির সাথে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য শীঘ্রই বাজারে নিয়ে আসবে নয়া Xiaomi Mix Fold 2 হ্যান্ডসেটটি। এটি চলতি মাসেই আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে। আর এখন লঞ্চের আগে এক চীনা টিপস্টার আপকামিং শাওমি ফোনটির ডিসপ্লের স্পেসিফিকেশনগুলি অনলাইনে ফাঁস করেছেন। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Xiaomi Mix Fold 2-এর ডিসপ্লে স্পেসিফিকেশন

চীনা টিপস্টার পান্ডা ইজ বল্ড (Panda is Bald) তার সাম্প্রতিক ওয়েইবো (ওয়াইবো) পোস্টে দাবি করেছেন যে, শাওমি মিক্স ফোল্ড ২-এর ফোল্ডেবল স্ক্রিন এবং কভার স্ক্রিন উভয়ই ১২০ হার্টজ রিফ্রেশ রেট প্রদান করবে। এছাড়াও তিনি জানিয়েছেন যে, মিক্স ফোল্ড ২-এ কভার ডিসপ্লে হিসেবে স্যামসাংয়ের ই৫ প্যানেল ব্যবহার করা হবে এবং অভ্যন্তরীণ ফোল্ডেবল ডিসপ্লে হিসেবে থাকবে স্যামসাংয়ের নতুন ইকো² ওলেড (Eco² OLED) প্যানেল। প্রসঙ্গত, গতবছর মার্চ মাসে লঞ্চ হওয়া পূর্বসূরি শাওমি মিক্স ফোল্ড-এর ডিসপ্লের তুলনায়, নতুন ইকো² ওলেড ডিসপ্লেটি শক্তির খরচ ২৫% কমাবে এবং ৩৩% লাইট ট্রান্সমিট্যান্স বাড়াবে বলে দাবি করা হয়েছে। এই একই ডিসপ্লে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ৩-এও ব্যবহার করা হয়েছিল এবং এটি যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখিয়েছে।

অন্যদিকে, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন যে, শাওমি মিক্স ফোল্ড ২-এ একটি উন্নত স্ক্রিন টু বডি রেশিও থাকবে। তার মতে, ডিভাইসটি ২১:৯-এর স্ক্রিন রেশিও সহ ২,৫২০ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। রেফারেন্সের জন্য জানিয়ে রাখি, আগের প্রজন্মের মিক্স ফোল্ডের স্ক্রিন রেশিও ছিল ২১:৭, তাই অনেকেই এটিকে “রিমোট কন্ট্রোল” বলে অভিহিত করেন।

উল্লেখ্য, Xiaomi Mix Fold 2 খুব শীঘ্রই লঞ্চ হবে বলে জানা গেছে। সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং প্রতিষ্ঠাতা লেই জুন আগামী ১১ আগস্ট তার বক্তৃতা দেবেন এবং সেই সময়ই ডিভাইসটি বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। শাওমির এই নতুন ফোল্ডেবল ফোনটি উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে আসবে বলে জানা গেছে। এটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং শাওমির নিজস্ব ইমেজিং চিপ, সার্জ সি১ অফার করতে পারে। অনুমান করা হচ্ছে, এটি লঞ্চের পর স্যামসাংয়ের আসন্ন Galaxy Z Fold 4-এর সাথে সরাসরি প্রতিযোগিতায় সম্মুখীন হবে।