Xiaomi Mix Fold 4: শাওমির নতুন ফোল্ডিং ফোনের ছবি প্রকাশ হল, লঞ্চ এই তারিখে

চলতি সপ্তাহেই বাজারে আসছে শাওমি মিক্স ফোল্ড ৪। লঞ্চের আগে স্মার্টফোনটির একটি অফিসিয়াল ইমেজ প্রকাশ করা হয়েছে, যা এর ডিজাইন এবং কালার অপশন তুলে ধরেছে।

Ananya Sarkar 17 July 2024 11:26 AM IST

দীর্ঘদিনের জল্পনা ও অফিসিয়াল টিজারের পর, শাওমি অবশেষে ১৯ জুলাই চীনে কোম্পানির পরবর্তী ফোল্ডেবল ফোন, শাওমি মিক্স ফোল্ড ৪ লঞ্চ করা হবে বলে নিশ্চিত করেছে। কোম্পানি লঞ্চের তারিখ প্রকাশের পাশাপাশি ব্লু কালার অপশনে ফোনটির অফিসিয়াল ইমেজও শেয়ার করেছে এবং এটিকে "সম্পূর্ণ সজ্জিত ফ্ল্যাগশিপ" বলে উল্লেখ করেছে। শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনটির বিষয়ে লঞ্চের আগে কি কি তথ্য জানা গেছে, আসুন দেখে নেওয়া যাক।

শাওমি মিক্স ফোল্ড ৪ চলতি সপ্তাহেই আসছে বাজারে

টিজারে শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনটিকে দেখে স্লিম এবং লাইট ওয়েট বলে মনে হচ্ছে। ফোনের ব্যাক প্যানেলটি নীল এবং বৃত্তাকার আকৃতির ক্যামেরা মডিউলটি কালো রংয়ের। শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনে একটি অভ্যন্তরীণ ফোল্ডিং স্ক্রিন থাকবে। ছবিটি একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও প্রদর্শন করেছে। এটি আইপিএক্স৮ জল-প্রতিরোধী রেটিং যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনটিতে প্রথমবারের মতো একটি লাইকা সামিলাক্স লেন্স থাকবে। আগের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এটিতে ৫০ মেগাপিক্সেলের ওভি৫০ই ১/১.৫৫ ইঞ্চির প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের ওভি১৩বি ১/৩.০৬ ইঞ্চির আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ৬০ মেগাপিক্সেলের ওভি৬০এ ১/২.৮ ইঞ্চির ২এক্স পোর্ট্রেট ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের ৫এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। আর ফোল্ডেবল ফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ওভি১৬এফ ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি মিক্স ফোল্ড ৪ হ্যান্ডসেটে দ্রুত চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম ইতিমধ্যেই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে বলে প্রকাশ করেছে। শাওমির সিইও লেই জুনের বার্ষিক বক্তৃতাও লঞ্চ ইভেন্টে থাকবে। চলতি সপ্তাহের শেষের দিকে ফোনটি লঞ্চ হওয়ার আগে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story