Xiaomi Mix Fold 4 ফোনের প্রথম ছবি ফাঁস, থাকছে Leica টেকনোলজির ক্যামেরা সিস্টেম
শাওমি চীনে আগস্টের মধ্যে মিক্স ফোল্ড ৪ ও মিক্স ফ্লিপ নামে দু"টি ফোল্ডেবল ফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। ফোন দু'টি...শাওমি চীনে আগস্টের মধ্যে মিক্স ফোল্ড ৪ ও মিক্স ফ্লিপ নামে দু"টি ফোল্ডেবল ফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। ফোন দু'টি সম্পর্কে ইতিমধ্যেই নানা তথ্য সামনে এসেছে। তবে কেমন দেখতে হবে সেটা এতদিন অজানা ছিল। এবার বিখ্যাত এক টিপস্টারের সূত্রে শাওমি মিক্স ফোল্ড ৪ মডেলটির প্রথম ছবি সামনে এসেছে। একইসাথে ডিভাইসটির স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
শাওমি মিক্স ফোল্ড ৪ ডিজাইন
টিপস্টার ইভান ব্ল্যাসের শেয়ার করা ছবি অনুযায়ী, শাওমি মিক্স ফোল্ড ৪ আর্টিফিশিয়াল লেদারযুক্ত ব্যাক প্যানেলের সঙ্গে আসতে পারে। ফোনটির আয়তকার মডিউলে চারটি ক্যামেরা বর্তমান। বামদিকে এলইডি ফ্ল্যাশ ও ডান দিকে লেইকা ব্র্যান্ডিং চোখে পড়ে। ফোনটি ১০ মিমির থেকেও পাতলা হবে বলে দাবি করা হয়েছে। এটি আইপিএক্স৮ ওয়াটার রেজিট্যান্স অফার করবে।
শাওমি মিক্স ফোল্ড ৪ স্পেসিফিকেশন
ওই সূত্র জানিয়েছে, শাওমি মিক্স ফোল্ড ৪ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটের সঙ্গে আসবে। রিয়ার ক্যামেরা সিস্টেমে লেইকা সামিলাক্স লেন্স যুক্ত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চীনের ৩সি সার্টিফিকেশন অনুরায়ী, এটি স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার অফার করতে পারে।
উল্লেখ্য, আগের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেন সহ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২x অপটিক্যাল জুম সহ ওমনিভিশন টেলিফটো ক্যামেরা, ও ৫x অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।