লেইকা ক্যামেরা ও 100x জুম শাওমির নতুন স্মার্টফোনে, লঞ্চের আগেই ফাঁস হল ডিজাইন

শাওমির আসন্ন বুক-স্টাইল ফোল্ডেবল, শাওমি মিক্স ফোল্ড ৪ হ্যান্ডসেটটি আগামী ১৯ জুলাই লঞ্চ হবে বলে জানানো হয়েছে। লঞ্চের আগে...
Ananya Sarkar 15 July 2024 5:31 PM IST

শাওমির আসন্ন বুক-স্টাইল ফোল্ডেবল, শাওমি মিক্স ফোল্ড ৪ হ্যান্ডসেটটি আগামী ১৯ জুলাই লঞ্চ হবে বলে জানানো হয়েছে। লঞ্চের আগে এখন এক টিপস্টারের সৌজন্যে ফোনটির কনসেপ্ট রেন্ডারগুলি সামনে এসেছে, যা এর ডিজাইনটি কেমন হতে পারে, তার ধারনা প্রদান করেছে। শাওমি মিক্স ফোল্ড ৪ ফোল্ডেবল ফোনটিকে কেমন দেখতে হবে, আসুন জেনে নেওয়া যাক।

সামনে এল শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনের রেন্ডার

টিপস্টার “ফিক্সড ফোকাস ডিজিটাল” দ্বারা শেয়ার করা শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনের রেন্ডার হ্যান্ডসেটটির পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ প্রদর্শন করেছে, যার মধ্যে একটি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা অবস্থান করবে। ক্যামেরা সিস্টেমটি ১০০এক্স জুম সাপোর্ট করবে বলেও জানা গেছে। উল্লেখযোগ্যভাবে, আসন্ন ফোল্ডিং ফোনটির ক্যামেরা সিস্টেমে তার পূর্বসূরির তুলনায় একটি কম ক্যামেরা থাকবে। প্রসঙ্গত, শাওমি মিক্স ফোল্ড ৩ মডেলে ৩.২এক্স এবং ৫এক্স অপটিক্যাল জুম সহ দুটি টেলিফটো ক্যামেরা থাকবে। আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলটি পূর্বসূরি তুলনায় অপেক্ষাকৃত সামান্য প্রশস্ত হবে।

অন্যদিকে, শাওমি মিক্স ফোল্ড ৪ ফোনের কভার স্ক্রিনটি সেলফি ক্যামেরার জন্য একই পাঞ্চ-হোল কাটআউট এবং সামান্য স্লিম বেজেলের সাথে আসবে। ফাঁস হওয়া কনসেপ্ট রেন্ডার অনুযায়ী, ক্যামেরা সিস্টেমে লাইকা কালার সায়েন্সও অন্তর্ভুক্ত থাকবে। লাইকা ব্র্যান্ডিং এবং ফ্ল্যাশ মডিউল বৃহৎ আয়তক্ষেত্রাকার ক্যামেরার ভিতরে পূর্বসূরি মতো একই অবস্থানে অবস্থিত। রেন্ডারে মিক্স ফোল্ড ৪ মডেলটিকে লাইট গ্রে কালার অপশনে দেখা গেছে।

উল্লেখযোগ্যভাবে, লেটেস্ট রেন্ডারটি শাওমি মিক্স ফোল্ড ৪ এর পূর্বে প্রকাশিত রেন্ডারের সাথে সম্পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ নয়। একদিকে, আগের রেন্ডারটি একটি ডুয়েল উল্লম্ব বিন্যাস সহ চারটি ক্যামেরা এবং ক্যামেরার কাছে স্থানান্তরিত হওয়া ফ্ল্যাশ মডিউল দেখিয়েছিল। আর লাইকা ব্র্যান্ডিংটি মাঝখানে স্থাপন করা ছিল।

অন্যদিকে, ক্যামেরা আইল্যান্ডটিতেই একটি সামান্য ভিন্ন ডিজাইন আছে। এছাড়া, পূর্ববর্তী রেন্ডার কোনও পেরিস্কোপ ক্যামেরা প্রকাশ করেনি। বলা হচ্ছে যে, এই রেন্ডারগুলি অনানুষ্ঠানিক উৎস থেকে এসেছে এবং এগুলি পরীক্ষার পর্যায়ে থাকা বিভিন্ন প্রোটোটাইপ দ্বারা অনুপ্রাণিত হতে পারে। তাই ফাইনাল প্রোডাক্টটি রেন্ডারে যেমনটা দেখানো হয়েছে, তার চেয়ে কিছুটা ভিন্ন ডিজাইনের সাথে আসতে পারে।

Show Full Article
Next Story