Samsung Galaxy Z Flip কে টেক্কা দিতে ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডিং ফোন আনছে Xiaomi?

কয়েক মাস আগেই Mi MIX Fold নামে ব্র্যান্ডের প্রথম ফোল্ডিং স্মার্টফোন নিয়ে এসেছে Xiaomi (শাওমি)। তবে সম্প্রতি শোনা গিয়েছে যে, এই চীনা টেক জায়ান্ট এখন…

কয়েক মাস আগেই Mi MIX Fold নামে ব্র্যান্ডের প্রথম ফোল্ডিং স্মার্টফোন নিয়ে এসেছে Xiaomi (শাওমি)। তবে সম্প্রতি শোনা গিয়েছে যে, এই চীনা টেক জায়ান্ট এখন ক্ল্যামশেল ডিজাইনযুক্ত অন্য একটি ফোল্ডেবল ফোনের ওপর কাজ করছে। সংস্থাটি ইতিমধ্যে চীনা ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাডমিনিস্ট্রেশন (CNIPA)-এর কাছে এই ফোন সংক্রান্ত নতুন পেটেন্ট এবং মডেলের স্কেচ ফাইল করেছে বলেও জানা গেছে। সেক্ষেত্রে এই পেটেন্ট বা স্কেচ দেখে মনে হচ্ছে যে আসন্ন হ্যান্ডসেটটি Samsung Galaxy Z Flip সিরিজের অনুরূপ হবে। বলে রাখি, এর আগে Mi MIX Fold ফোনটিতে Galaxy Fold সিরিজের মতই বুক-লাইক (বইয়ের মত) ডিজাইন ছিল। তাই শাওমির এই জাতীয় পদক্ষেপে অবাক হওয়ার কিছু নেই!

Xiaomi আনতে পারে Clamshell Foldable স্মার্টফোন

MySmartPrice-এর রিপোর্ট অনুযায়ী, শাওমির আসন্ন ভাঁজযোগ্য ফোনটিতে ক্ল্যামশেল বা ঝিনুকের মত ডিজাইন থাকবে যার একদিকে এটি খোলা এবং বন্ধ করার জন্য কব্জা দেখা যাবে। তাছাড়া ডিভাইসটির চারপাশে বেজেল এবং স্ক্রিনের ওপরে বাম কোণে পিল আকারের কাট আউট দেখা যেতে পারে।

অনুরূপভাবে, শাওমির নতুন ফোল্ডেবল ফোনের পেছনে বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে যার ভেতরে তিনটি সেন্সর এবং ওপরে বাম প্রান্তে ফ্ল্যাশ উপস্থিত হবে। আবার সংস্থার অন্যান্য ফোনগুলির মত এটিতেও ভলিউম এবং পাওয়ার বাটন ডান প্রান্তে অবস্থিত হবে বলে মনে হচ্ছে, যেখানে সিম-ট্রে, স্পিকার গ্রিল এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সমস্ত নীচের দিকে থাকবে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে, ফোনটির ফাঁস হওয়া তথ্যে কোনো ৩.৫ মিমি অডিও জ্যাকের ধারণা নেই। এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখা যায়নি; তবে হালফিল সময়ের স্মার্টফোনগুলি দেখে বলা যায় এই ভাঁজযোগ্য হ্যান্ডসেটেও উক্ত সেন্সর সংযুক্ত থাকবে, পাওয়ার বাটনের সাথে। যদিও এতে Mi 11 Ultra-র মত কোনো সেকেন্ডারি ডিসপ্লে পরিলক্ষিত হবে না।

তবে যেহেতু আলোচ্য ফোনটির কেবল পেটেন্ট প্রকাশিত হয়েছে, তাই কোনো নিশ্চয়তা নেই যে শাওমির ডিভাইসটি স্যামসাংয়ের ডিভাইসের মতই হবে। অন্যদিকে এই ফোনটিতে প্রকৃতপক্ষে কী কী বিশেষ ফিচার উপভোগ করা যাবে বা এটি কবে বাজারে আসবে – সে বিষয়ে কোনো তথ্য নেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন