Xiaomi, Oppo, Nothing-এর প্রোডাক্ট লঞ্চ; কায়দায় বেমালুম এপ্রিল ফুল হলেন কোটি কোটি ইউজার

বছরের পর বছর ধরে এপ্রিল মাসের প্রথম দিনটিতে সারা পৃথিবী জুড়ে পালিত হয় ‘এপ্রিল ফুলস ডে’ (April Fool’s Day)। বন্ধুবান্ধব, ভাইবোন, কিংবা সহকর্মীদের দৌলতে জীবনে…

বছরের পর বছর ধরে এপ্রিল মাসের প্রথম দিনটিতে সারা পৃথিবী জুড়ে পালিত হয় ‘এপ্রিল ফুলস ডে’ (April Fool’s Day)। বন্ধুবান্ধব, ভাইবোন, কিংবা সহকর্মীদের দৌলতে জীবনে কমপক্ষে একবার বোধহয় আমরা সকলেই এপ্রিল ফুল হয়েছি। কারণ এদিন যেকোনো বয়সের মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে একে অপরকে বোকা বানানোর খেলায় অংশ নেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, বোকা বনে যাওয়ার পরেও কিন্তু কেউ রাগ করেন না বরং নতুন উদ্যমে সেই খেলায় জড়িয়ে পড়েন। তবে এই বছর সাধারণ মানুষের পাশাপাশি নামজাদা টেক কোম্পানিগুলিও ইউজারদেরকে বোকা বানানোর খেলায় মত্ত হয়ে উঠেছে! হ্যাঁ, ঠিকই বলছি; গতকাল Xiaomi (শাওমি), Oppo) ওপ্পো) এবং Nothing (নাথিং) তাদের ব্যবহারকারীদের এক অভিনব তথা মজাদার উপায়ে এপ্রিল ফুল করেছে অর্থাৎ বোকা বানিয়েছে। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

নতুন ট্যাবলেট বাজারে আনছে Xiaomi

চলতি সপ্তাহের শুরুর দিকে শাওমি তাদের নতুন একটি প্রোডাক্ট বাজারে আনার কথা ঘোষণা করে। সংস্থাটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রোডাক্টটির টিজারও শেয়ার করেছিল। আশা করা হচ্ছিল যে, সংস্থাটি শীঘ্রই তাদের প্রথম ট্যাবলেটটি লঞ্চ করতে পারে। কিন্তু সবার সব আশায় জল ঢেলে গতকাল বোকা বানানোর দিনে শাওমি একটি ভিডিও প্রোমো রিলিজ করে জানায় যে, তারা শাওমি ট্যাবলেটের পরিবর্তে একটি ‘মিন্ট ট্যাবলেট’ লঞ্চ করছে! আর এর ফলে অত্যন্ত অনায়াসেই বোকা বনে গিয়েছেন কোটি কোটি শাওমি ভক্ত।

Oppo লঞ্চ করছে একটি নতুন ডিভাইস

শাওমির পাশাপাশি ওপ্পোও এবছর জমিয়ে এপ্রিল ফুলস ডে উদযাপন করেছে। এর আগে টিজার ভিডিও রিলিজ করে সংস্থাটি ওপ্পো গোচা (Oppo Gotcha) নামে একটি ডিভাইস লঞ্চ করার কথা ঘোষণা করেছিল। কোম্পানির তরফে জানানো হয়েছিল যে, ডিভাইসটিতে ১,৪২২ হার্টজ রিফ্রেশ রেটসহ একটি ডিসপ্লে, ডুয়াল স্টিরিও স্পিকার, এবং একটি Very clicky Button রয়েছে। কিন্তু এতকিছুর পর গতকাল ১ এপ্রিল সংস্থাটি ওপ্পো গোচা নামে একটি ছোটো লেটেস্ট টেক ডিভাইস লঞ্চ করেছে, যাকে এককথায় একটি খেলনাই বলা চলে! ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, সংস্থাটি তার প্রচুর সংখ্যক গ্রাহককে বেশ সফলভাবেই এপ্রিল ফুল বানাতে সক্ষম হয়েছে।

নতুন ফোন লঞ্চ করছে Nothing?

প্রাক্তন ওয়ানপ্লাস (OnePlus) এক্সিকিউটিভ কার্ল পেই-এর নাথিং গত মাসে তার প্রথম Nothing (1) ফোনটি লঞ্চ করার পরে আর একটি নতুন স্মার্টফোন মার্কেটে আনার কথা ঘোষণা করেছিল এবং কোম্পানি এই ফোনটিকে টিজিং-ও করছিল। কিন্তু ফোনটি সম্পর্কে বিশদে কোনো তথ্য সংস্থাটি প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক এক টুইট অনুযায়ী, কোম্পানি দাবি করেছে যে, আসন্ন ফোনটি নাকি Nothing (1)-এর হুবহু অনুরূপ হবে, যা এককথায় গ্রাহকদের কাছে এক বিরক্তির বিষয়। সেক্ষেত্রে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, নতুন ফোন লঞ্চের ঘোষণাটি বিশ্বব্যাপী ইউজারদের এপ্রিল ফুল করা ছাড়া আর কিছুই নয়।

এই প্রসঙ্গে বলে রাখি শুধু টেক ব্র্যান্ডগুলি নয়, জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটো (Zomato)-ও এইদিন নিজের গ্রাহকদের সাথে প্র্যাঙ্ক করেছে।