নেটওয়ার্ক ছাড়াই কল, iPhone এর ফিচার এবার Xiaomi, Oppo, Vivo ফোনে

গতবছর Apple সর্বপ্রথম iPhone সিরিজের সাথে স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি নিয়ে আসে। এবার Xiaomi, Oppo সহ একাধিক...
ANKITA 27 Feb 2023 7:48 PM IST

গতবছর Apple সর্বপ্রথম iPhone সিরিজের সাথে স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি নিয়ে আসে। এবার Xiaomi, Oppo সহ একাধিক ব্র্যান্ডের ফোনে এই একই প্রযুক্তি পাওয়া যাবে। বার্সোলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2023) ইভেন্টে আজ Qualcomm এমনটাই জানিয়েছে। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইভেন্টে চিপমেকারটি ঘোষণা করেছে যে, Xiaomi, Vivo, Motorola, Oppo, Honor ও Nothing স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি নিয়ে কাজ করছে। এই ফিচার iPhone 14 সিরিজের মতো হবে। যদিও সংস্থাগুলি কখন আলোচ্য প্রযুক্তি সহ স্মার্টফোন আনবে তা নিশ্চিত করেনি Qualcomm।

উল্লেখ্য, গতমাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES 2023) ইভেন্টে কোয়ালকম জানিয়েছিল যে, বিভিন্ন স্যাটেলাইট সার্ভিস প্রোভাইডারের সাথে হাত মিলিয়ে তারা স্ন্যাপড্রাগন স্যাটেলাইট টেকনোলজি নিয়ে আসছে। সুতরাং কোম্পানির নতুন ৮ ও ৪ সিরিজের স্ন্যাপড্রাগন প্রসেসরে এই প্রযুক্তি থাকবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি প্রযুক্তির সাহায্যে সেলুলার ও ওয়াই-ফাই কভারেজের বাইরে থাকলেও স্যাটেলাইটের সাহায্যে মেসেজ পাঠাতে পারবেন ফোন ব্যবহারকারীরা। ইতিমধ্যেই iPhone 14 সিরিজে থাকা এই প্রযুক্তি ক্রেতাদের কাছ থেকে সুনাম কুড়িয়েছে। তাই অন্যান্য স্মার্টফোন নির্মাতা এখন নতুন এই প্রযুক্তি নিয়ে কাজ করছে।

Show Full Article
Next Story