কে কাকে কপি করছে? সোশ্যাল মিডিয়ায় ফের বাক-বিতন্ডায় জড়ালো Redmi, Realme

বাজারে সেরা হওয়ার তাগিদে নামীদামী স্মার্টফোন ব্র্যান্ডগুলি যে প্রায়শই নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় মাতে – সে কথা আমাদের সকলেরই জানা। কিন্তু এই রেষারেষির চক্করে এবার প্রকাশ্যে…

বাজারে সেরা হওয়ার তাগিদে নামীদামী স্মার্টফোন ব্র্যান্ডগুলি যে প্রায়শই নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় মাতে – সে কথা আমাদের সকলেরই জানা। কিন্তু এই রেষারেষির চক্করে এবার প্রকাশ্যে যুযুধান বেশে দেখা গেল বিশ্বের অন্যতম দুই সেরা স্মার্টফোন নির্মাতা Xiaomi (শাওমি) এবং Realme (রিয়েলমি)-কে। আসলে গতকাল অর্থাৎ ১৯শে আগস্ট একটি টুইটে, শাওমির রেডমি সাব-ব্র্যান্ডের ব্যবসায়ী পরিচালক স্নেহা টেইনওয়ালা সংস্থার এমআই (Mi) ফ্যান ফেস্টিভাল নকল করার অভিযোগে রিয়েলমিকে তীব্র ব্যঙ্গ করেছেন। এমনকি স্নেহা, রিয়েলমি ইন্ডিয়া এবং ইউরোপের সিইও মাধব শেঠকে ট্যাগ করে তাদের ফ্যান ফেস্টিভ্যালকে ‘কপিক্যাট’ আখ্যা দিয়েছেন।

টুইটের পাল্টা টুইটে প্রকাশ্যে বিতন্ডা Redmi, Realme-র

স্নেহার টুইট পোস্টটি সামনে আসা মাত্রই রিয়েলমির সিএমও ফ্র্যান্সিস ওয়াং পাল্টা একটি টুইট করেন, যেখানে তিনি এত বড় সংস্থার ডিরেক্টরের আচরণ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তিনি স্নেহাকে চুপ থাকার উপদেশও দেন। সেক্ষেত্রে টেইনওয়ালা এখন পর্যন্ত ওয়াংয়ের টুইটের কোনো জবাব দেননি।

প্রসঙ্গত, এই ঘটনা কোনো নতুন বিষয় নয় যেখানে রিয়েলমি এবং শাওমির শীর্ষ কর্মকর্তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একে অপরের ব্র্যান্ডকে নিয়ে মজা করেছেন। অতীতেও, এই দৃশ্য সামনে এসেছে। যেমন এই বছরের শুরুর দিকে, রিয়েলমির সিইও মাধব শেঠ, শাওমির Redmi Note 10 ফোনটির লঞ্চ এবং অর্ডার করার ক্ষেত্রে সমস্যাকে কেন্দ্র করে মজা করেছিলেন। ওই সময় তাঁর দাবি ছিল রিয়েলমি গ্রাহকদের চাহিদা পূরণের জন্য সবসময় প্রস্তুত থাকে।

আবার শাওমির গ্লোবাল ভিপি তথা শাওমি ইন্ডিয়ার এমডি মনু কুমার জৈনও ২০২০ সালে রিয়েলমিকে কপিক্যাট ব্র্যান্ড বলে অভিহিত করেছিলেন। ওই সময় রিয়েলমির ইউআইতে বিজ্ঞাপন উপলব্ধ হওয়ার বিষয়ে সোচ্চার হয়েছিলেন মনু।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন