Xiaomi Redmi আনছে Snapdragon 870 প্রসেসরের দুটি দুর্দান্ত স্মার্টফোন, থাকবে এই ফিচার

জনপ্রিয় চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi শীঘ্রই Snapdragon 870 প্রসেসরের সাথে দুটি ফোন বাজারে আনতে পারে। সাম্প্রতিক একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। এরমধ্যে একটি ফোন…

জনপ্রিয় চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi শীঘ্রই Snapdragon 870 প্রসেসরের সাথে দুটি ফোন বাজারে আনতে পারে। সাম্প্রতিক একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। এরমধ্যে একটি ফোন Xiaomi ব্র্যান্ডিংয়ের সাথে এবং অন্যটি Redmi ব্র্যান্ডিংয়ের সাথে আত্মপ্রকাশ করতে পারে। জনপ্রিয় এক চীনা টিপস্টার, এই ফোন দুটির নাম জানাতে ব্যর্থ হলেও, এদের স্পেসিফিকেশন সামনে এনেছেন।

টিপস্টারের দাবি, Xiaomi-র Snapdragon 870 প্রসেসরের সাথে আসা ফোনে ৬.৭ ইঞ্চি OLED ডিসপ্লে ও কার্ভড এজ থাকবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসবে। এছাড়া এই ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং ও ৩৩ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ১০৮ মেগাপিক্সেল বা ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর থাকবে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি হারমন কার্ডন স্পিকার ও এক্স-এক্সিস মোটর সহ আসতে পারে।

অন্যদিকে Redmi-র Snapdragon 870 প্রসেসরের ফোনে স্যামসাংয়ের ৬.৬ ইঞ্চি OLED প্যানেল থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি জেবিএল পাওয়ার্ড ডুয়েল স্পিকার এবং এক্স-এক্সিস মোটরের সাথে আসবে বলে টিপস্টারের দাবি।