ফের Apple কে খোঁচা শাওমির, Mi 10T lite এর বক্স পরিবেশবান্ধব হলেও থাকবে চার্জার

স্মার্টফোনের জগতে Apple এর সাথে Samsung, Xiaomi এর ঠান্ডা লড়াই কিছুতেই থামছেনা! সম্প্রতি অ্যাপেল তাদের iPhone 12 সিরিজের ফোনগুলির সাথে চার্জার এবং ইয়ারপড না দেওয়ার…

স্মার্টফোনের জগতে Apple এর সাথে Samsung, Xiaomi এর ঠান্ডা লড়াই কিছুতেই থামছেনা! সম্প্রতি অ্যাপেল তাদের iPhone 12 সিরিজের ফোনগুলির সাথে চার্জার এবং ইয়ারপড না দেওয়ার কথা ঘোষণা করেছে। তাদের বক্তব্য পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্যই তাদের এই পদক্ষেপ। এবার কিছুটা অ্যাপেলের পথে হেঁটেই শাওমিও তাদের ফোনের প্যাকেজিংকে পরিবেশবান্ধব করে তুলতে আগ্রহী! তবে এর জন্য তারা Apple এর মত বাক্স থেকে চার্জার বা অন্য দরকারি জিনিস সরাবে না বলে আশস্ত করেছে।

ইউরোপের পর খুব তাড়াতাড়ি অন্যান্য মার্কেটে আসতে চলেছে শাওমির নতুন স্মার্টফোন Mi 10T lite। মঙ্গলবার টুইটারে এই ফোনটির ছবি শেয়ার করার পাশাপাশি তারা ফোনটির বক্সিং – এ প্রায় ৬০ শতাংশ প্লাসিকের ব্যবহার কমিয়ে আনার বিষয়ে বদ্ধপরিকর। টেকসন্ধানীরা এই সিদ্ধান্তকে অ্যাপেলের প্রতি শাওমির সূক্ষ্ম খোঁচা হিসেবেই বিবেচনা করছেন। কেননা, শাওমির পক্ষ থেকে এদিন জানানো হয়েছে যে পরিবেশের কথা মাথায় রেখে স্মার্টফোনের প্যাকেজিং – প্লাসিকের ব্যবহার কমিয়ে আনা হলেও, বক্সের ভেতরের প্রয়োজনীয় বস্তুগুলির ওপর তার কোন প্রভাব পড়ছেনা। অর্থাৎ শাওমির ফোন কিনলে ক্রেতা পূর্বের মতোই চার্জার, এসি অ্যাডাপ্টর, ইউএসবি টাইপ-সি কেবল পেয়ে যাবেন।

এদিকে ঠিক কতদিনের মধ্যে Mi 10T lite কে ভারত সহ অন্যান্য মার্কেটে পাওয়া যাবে তা অবশ্য এখনই বলা যাচ্ছেনা। তবে এর অধিক দাম সম্পন্ন অন্য দুটি ভ্যারিয়েন্ট Mi 10T এবং Mi 10T Pro গত ১৫ই অক্টোবর ভারতে লঞ্চ করা হয়েছে। প্রাথমিকভাবে Mi এর এই ফোন দুটির দাম যথাক্রমে ৩৫,৯৯৯ এবং ৩৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। সূত্রের খবর, নভেম্বরের ৩ তারিখ থেকেই ফোনদুটির ডেলিভারি শুরু হবে।

অন্যদিকে আগামী ২৩শে অক্টোবর থেকে অ্যাপেলের iPhone 12 এবং iPhone 12 Pro ফোনদুটির প্রি-অর্ডার শুরু হচ্ছে। আবার iPhone 12 mini ও iPhone 12 Pro max – এর প্রি-অর্ডার করা যাবে ৬ই নভেম্বর থেকে। নভেম্বরের মাঝামাঝি অ্যাপেল ক্রেতাদের হাতে তাদের পছন্দের স্মার্টফোনটি তুলে দিতে আগ্রহী।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন