Xiaomi এই প্রথম রাস্তায় চালকহীন গাড়ি নামাল, স্মার্টফোনের পর এবার অটোমোবাইল মার্কেটে ঝড়?

চীনা টেক জায়ান্ট শাওমি (Xiaomi) দীর্ঘদিন ধরে স্মার্টফোন, অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটের বাজার কাঁপানোর পর বৈদ্যুতিক গাড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে। এর আগেই একাধিকবার…

চীনা টেক জায়ান্ট শাওমি (Xiaomi) দীর্ঘদিন ধরে স্মার্টফোন, অ্যাক্সেসরিজ এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটের বাজার কাঁপানোর পর বৈদ্যুতিক গাড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে। এর আগেই একাধিকবার এই প্রসঙ্গে খবরাখবর শোনা গিয়েছে। তবে এবারে প্রথম চীনের রাস্তায় সংস্থার ব্যাটারি চালিত স্বয়ংক্রিয় গাড়ির দেখা মিলল। টুইটারের মতো সেখানকার Weibo মাইক্রো ব্লগিং সাইটে যার ছবি ফাঁস হয়েছে।

২০২৪ থেকে সেল্ফ-ড্রাইভিং ইলেকট্রিক গাড়ির গণ উৎপাদন শুরু করবে বলে আগেই নিশ্চিত করেছিল শাওমি। জল্পনায় শোনা যাচ্ছে যে সেটি সেলফ-ড্রাইভিং বৈদ্যুতিক গাড়ি হবে। অর্থাৎ চালক ছাড়াই চলবে তাদের গাড়ি। যা কিনা টেসলা সহ বিশ্বের তাবড় সংস্থার বিদ্যুৎ চালিত গাড়ির সাথে সমানে টেক্কা নেবে। ছবিতে স্লিক ডিজাইনের গাড়িটির ছাদে একটি লিডার সেন্সর চোখে পড়েছে। ডিজাইনের দিক থেকে এটি যথেষ্ট আকর্ষণীয়।

Xiaomi Self Driving Car Spotted lidar sensor

যদিও ফাঁস হওয়া ছবিটি একটি নমুনা মডেলের। এর উৎপাদন মডেলের ডিজাইনের সাথে ফারাক থাকবে বলেই আশা করা যায়। আবার এ-ও হতে পারে ছবিতে দেখতে পাওয়া একটি অন্য সংস্থার। শাওমি তাদের লিডার সেন্সর ও স্বয়ং চালিত প্রযুক্তি পরীক্ষা করার জন্য সেই কোম্পানির গাড়ি ব্যবহার করছে। তবে যদি সেটি শাওমির গাড়ি হয়, তবে আসন্ন মডেলটি স্বয়ংক্রিয় প্রযুক্তি সহ আসবে বলেই মনে করা হচ্ছে। কারণ ছাদের ওপর লিডার সেন্সর হল যে কোনো সেলফ-ড্রাইভিং গাড়ির তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য।

আবার গাড়ির কম্পিউটার এবং যান্ত্রিক ব্যবস্থা যাতে নিজে থেকে রাস্তায় সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলতে পারে, সেজন্য এতে দেওয়া হতে পারে 3D ভিশন প্রযুক্তি। প্রসঙ্গত, বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার বিষয়ে শাওমি যথেষ্ট তৎপর। চলতি বছরের শুরুর দিকে চিনা স্মাটফোন নির্মাতা আগামী ১০ বছরে ১০০ কোটি ইউয়ান যা প্রায় ১,১৮৮ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা প্রকাশ করেছিল। শাওমির সিইও লে জুন-ই নতুন স্মার্ট ইলেকট্রিক গাড়ির ব্যবসা প্রধান কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্ব সামলাবেন।