নতুন কীর্তির রচয়িতা Xiaomi, বিশ্বজুড়ে বিক্রি করছে ২০০ মিলিয়ন Redmi Note সিরিজের ফোন

বিগত কয়েক বছরে ব্যবসায় রেকর্ড বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন শিপিংয়ের নিরিখে Samsung ও Apple-এর পরেই তৃতীয় স্থানটি Xiaomi দখল করে আছে। এছাড়া চলতি বছরের প্রথম…

বিগত কয়েক বছরে ব্যবসায় রেকর্ড বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন শিপিংয়ের নিরিখে Samsung ও Apple-এর পরেই তৃতীয় স্থানটি Xiaomi দখল করে আছে। এছাড়া চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ভারত সহ বিশ্বের ১২টি দেশে Xiaomi শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। সম্প্রতি চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, উইবো তে Xiaomi-র কর্মকর্তারা এমনই চমকপ্রদ খবর ফ্যানদের সাথে শেয়ার করেছেন। আজ এরকমই আরেকটি সাফল্যের পরিসংখ্যান কোম্পানিটি প্রকাশ্যে আনলো।

Xiaomi বলছে, তারা আজ পর্যন্ত বিশ্বজুড়ে ২০০ মিলিয়ন বা ২০ কোটি Redmi Note সিরিজের স্মার্টফোন শিপিং করেছে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে, Xiaomi ঘোষণা করেছিল, Redmi Note সিরিজের স্মার্টফোনের বিক্রি ১৪০ মিলিয়ন (১৪ কোটি) স্পর্শ করেছে। যার অর্থ, অর্ধেক বছরের মধ্যেই Xiaomi এই সিরিজের অতিরিক্ত ৬০ মিলিয়ন (ছ’কোটি) ডিভাইস বিক্রি করতে পেরেছে।

উল্লেখ্য, Xiaomi শুধুমাত্র সামগ্রিক সংখ্যাটি সামনে এনেছে। Redmi Note লাইনআপের প্রত্যেকটি ফোনের কতগুলি ইউনিট বিক্রি হয়েছে, তা আলাদা করে কোম্পানি জানায়নি।

শাওমির বিশ্বাস, রেডমি নোট সিরিজের এমন জনপ্রিয়তার পেছনের কারণটি হল সবাইকে সস্তার মধ্যে আরও ভাল প্রযুক্তি, এক্সপেরিয়েন্স, এবং উচ্চতর কোয়ালিটির হাই-এন্ড প্রোডাক্ট সরবরাহ করার প্রতিশ্রুতি।

জানিয়ে রাখি, Redmi Note সিরিজের জন্ম ২০১৪ সালে। ২০১৯ সালে Redmi Note 7 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার সাথে Xiaomi আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিল। Xiaomi, Redmi-কে স্বাধীন সংস্থা হিসেবে ঘোষণা করে। কিছু বিষয় নিয়ে অভিযোগ থাকলেও, বাজেটের মধ্যে দুরন্ত ফিচার দেওয়ার জন্য Redmi Note সিরিজ আজও অধিকাংশ ক্রেতার প্রথম পছন্দ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন