Xiaomi Smarter Living 2023: নতুন ট্রিমার, Smart TV সহ একগুচ্ছ প্রোডাক্ট ভারতে আনছে শাওমি

Xiaomi আগামী ১৩ এপ্রিল ভারতে একটি ইভেন্টের আয়োজন করেছে, যার নাম Xiaomi Smarter Living 2023। সাধারণত এই ইভেন্ট আগস্টে আয়োজন করা হয়, তবে শাওমি ইভেন্টটিকে…

Xiaomi আগামী ১৩ এপ্রিল ভারতে একটি ইভেন্টের আয়োজন করেছে, যার নাম Xiaomi Smarter Living 2023। সাধারণত এই ইভেন্ট আগস্টে আয়োজন করা হয়, তবে শাওমি ইভেন্টটিকে কয়েকমাস এগিয়ে আনতে চলেছে। আশা করা যায়, এখানে এয়ার পিউরিফায়ার, ওয়াটার পিউরিফায়ার, স্মার্ট ব্যান্ড (Smart Band) ও স্মার্ট টিভি (Smart TV) এর মতো এআইওটি প্রোডাক্টের উপর থেকে পর্দা সরানো হবে। এছাড়া টিজার থেকে জানা গেছে Xiaomi Smarter Living 2023 ইভেন্টে বিয়ার্ড ট্রিমার (Beard Trimmer) লঞ্চ করা হবে।

Xiaomi Smarter Living 2023 ইভেন্টে কি কি প্রোডাক্ট আসবে

এর আগের শাওমি স্মার্টার লিভিং ২০২৩ ইভেন্টে আমরা একাধিক এআইওটি প্রোডাক্ট লঞ্চ হতে দেখেছি। এবারও তার ব্যতিক্রম হবে না। কারণ শাওমির এই ইভেন্টের মাইক্রো সাইটে একটি টিভি ও বিয়ার্ড ট্রিমারের ছবি দেখা গেছে। এছাড়া আশা করা যায় নতুন নতুন পিউরিফায়ার ও ফিটনেস ব্যান্ড বাজারে আনা হতে পারে।

গতবছর Xiaomi এই ইভেন্টে ফিটনেস গ্যাজেট প্রেমীদের জন্য Mi Smart Band 6 লঞ্চ করেছিল। এছাড়া এসেছিল Mi TV 5x সিরিজ, যার অধীনে ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি টিভি বাজারে আনা হয়েছিল।

এছাড়া এই ইভেন্টে Mi 360 Home Security Camera 2K Pro ও Mi Running Shoe -এর উপর থেকেও পর্দা সরানো হয়। পাশাপাশি লঞ্চ করা হয় Mi NoteBook Pro। এই ল্যাপটপে ১১ জেনারেশন ইন্টেল চিপ, ২.৫কে রেজোলিউশের ডিসপ্লে ও ১৬ জিবি পর্যন্ত র‌্যাম দেওয়া হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন