Mi Pad 5 ভারতে আসছে? এদেশে প্রথমবার ট্যাবলেট লঞ্চ করার ঘোষণা Xiaomi-র

এবার ভারতে আসছে Xiaomi-র ট্যাবলেট। আজ্ঞে হ্যাঁ! গতকাল, টুইটারে এদেশে প্রথমবারের জন্য ট্যাবলেট লঞ্চ করার কথা ঘোষণা করেছে...
SUPARNA 30 March 2022 2:16 PM IST

এবার ভারতে আসছে Xiaomi-র ট্যাবলেট। আজ্ঞে হ্যাঁ! গতকাল, টুইটারে এদেশে প্রথমবারের জন্য ট্যাবলেট লঞ্চ করার কথা ঘোষণা করেছে Xiaomi। যদিও টেক জায়ান্টটি কোন ট্যাবলেট মডেল ভারতীয় বাজারে নিয়ে আসবে, সেই তথ্য এখনো প্রকাশ্যে আনেনি। তবে, আমাদের অনুমান, আপকামিং ট্যাবলেটটি Mi Pad 5 হতে পারে, যা গত বছর চীনে আত্মপ্রকাশ করেছিল।

একটি নতুন Xiaomi ট্যাবলেট শীঘ্রই আত্মপ্রকাশ করবে ভারতের বাজারে

প্রসঙ্গত, আনুষ্ঠানিক ঘোষণার পর, আসন্ন ট্যাবলেটের জন্য একটি ল্যান্ডিং পেজও লাইভ করেছে শাওমি। যেখানে দুই দিনের কাউন্ট-ডাউন টাইমার দেখা গেছে। এই টাইমার শুধুমাত্র তখনই চালু করা হয়, যখন সংস্থার তরফ থেকে আসন্ন ডিভাইসের ফিচার তালিকার বিশদ ঘোষণা বা সেটি লঞ্চ করা হয়। তাই মনে হচ্ছে, আপকামিং ট্যাবলেট সম্পর্কিত তথ্য খুব শীঘ্রই শাওমি সামনে আনতে চলেছে।

এমআই প্যাড ৫ স্পেসিফিকেশন (Mi Pad 5 specification)

গত বছর আগস্ট মাসে শাওমি, Mi Pad 5 এবং Mi Pad 5 Pro নামের দুটি ট্যাবলেট লঞ্চ করেছিল চীনে। সম্ভবত, ভারতে সংস্থার প্রথম ট্যাবলেট হিসেবে Mi Pad 5 -কে লঞ্চ করা হবে। আর, গ্রাহক-বেসের মধ্যে প্রতিক্রিয়া ইতিবাচক হলে, প্রো মডেলটিকেও হয়তো পরে উপলব্ধ করা হবে।

এমআই প্যাড ৫ ট্যাবলেটের চীনা ভ্যারিয়েন্টে একটি ১১ ইঞ্চির (২,৫৬০x১,৬০০ পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০, ডলবি ভিশন এবং ট্রুটোন টেকনোলজি সমর্থন করে। উক্ত ট্যাবলেটটি এমআইইউআই (MIUI) ভিত্তিক অপারেটিং সিস্টেম চালিত। আর অডিও ফ্রন্টের ক্ষেত্রে, Mi Pad 5 হাই-রেজোলিউশন অডিও এবং ডলবি অ্যাটমস টেকনোলজি সহ এসেছে।

এই ট্যাবলেটে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এমআই প্যাড ৫ ট্যাবে ৮,৭২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এমআই প্যাড ৫ দাম (Mi Pad 5 price)

এমআই প্যাড ৫ ট্যাবলেটকে চীনের বাজারে ১,৯৯৯ ইউয়ান বা ভারতীয় মূল্যে প্রায় ২৩,০০০ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছিল। এই দাম, ট্যাবের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের। আর, ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টকে তৎকালীন সময়ে ২,২৯৯ ইউয়ান বা প্রায় ২৬,৩০০ টাকায় নিয়ে আসা হয়েছিল।

বর্তমানে, আসন্ন শাওমি ট্যাবলেটের ভারতীয় মূল্য সম্পর্কে কোনো বিশদ উপলব্ধ নেই। তবে, এটি সাশ্রয়ী মূল্যের সাথে আসবে বলেই আমাদের ধারণা। এছাড়া, মনে করা হচ্ছে উক্ত ট্যাবলেটকে বিশেষ ভাবে শিক্ষার্থীদের জন্যই নিয়ে আসা হবে। প্রসঙ্গত, আসন্ন শাওমি ট্যাবলেটটি, দাম ও ফিচারের নিরিখে ভারতের বাজারে বিদ্যমান Realme Pad -এর প্রতিদ্বন্দ্বী হতে পারে। জানিয়ে রাখি, রিয়েলমির ট্যাবলেটের ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ ওয়াইফাই মডেলের দাম ১৩,৮৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।

Show Full Article
Next Story