Apple কে হারিয়ে বিশ্বের সেরা উইয়ারেবল ব্র্যান্ড এখন Xiaomi, ব্যাপক চাহিদা Mi Band 6-এর

বছরের দ্বিতীয় প্রান্তিকে, প্রিমিয়াম ডিভাইস নির্মাতা Apple (অ্যাপল)-কে ছাড়িয়ে বিশ্ববাজারে দ্বিতীয় সেরা স্মার্টফোন বিক্রেতার খেতাব পেয়েছিল Xiaomi (শাওমি); কিন্তু এবার চীনা টেক জায়ান্টটি বাজারের আরো…

বছরের দ্বিতীয় প্রান্তিকে, প্রিমিয়াম ডিভাইস নির্মাতা Apple (অ্যাপল)-কে ছাড়িয়ে বিশ্ববাজারে দ্বিতীয় সেরা স্মার্টফোন বিক্রেতার খেতাব পেয়েছিল Xiaomi (শাওমি); কিন্তু এবার চীনা টেক জায়ান্টটি বাজারের আরো একটি ক্ষেত্রে Apple-কে টক্কর দিয়েছে! মার্কেট রিসার্চ ফার্ম Canalys-এর রিপোর্ট অনুযায়ী, উল্লিখিত সময়ে Xiaomi বিশ্বের টপ শিপিং উইয়ারেবল ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে। মূলত Mi Smart Band 6 (এমআই স্মার্টব্যান্ড ৬) লঞ্চ করেই সংস্থাটি এই সাফল্যের মুখ দেখেছে বলে রিপোর্টে জানানো হয়েছে।

উইয়ারেবল সেগমেন্টে Xiaomi-র পরে রয়েছে Apple, Samsung

ক্যানালিসের তরফে সিনালিয়া চেন বলেছেন যে, এমআই স্মার্টব্যান্ড ৬ ডিভাইস বাজারে এনে, শাওমি একটি চতুর (অথচ ভরসাযোগ্য) পদক্ষেপ নিয়েছে। এই বিশেষ ফিটনেস ব্যান্ডটির সাহায্যে সংস্থাটি দ্বিতীয় ত্রৈমাসিকে ১.৩ মিলিয়ন ইউনিট উইয়ারেবল ডিভাইস শিপিং করেছে এবং তাদের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৯.৬ শতাংশে। অন্যান্য সংস্থা সম্পর্কে বললে, এই বিভাগে অ্যাপলের বাজার শেয়ার ১৯.৩%।

একইভাবে ৯.২% মার্কেট শেয়ারসহ হুয়াওয়ে (Huawei) বাজারের তৃতীয় ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে। যেখানে ফিটবিট (Fitbit) এবং স্যামসাং (Samsung) যথাক্রমে ৭.৩% এবং ৬.১% শেয়ার নিয়ে তালিকায় চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে।

Smartwatch বিভাগে এগিয়ে Apple

বাজারের উইয়ারেবল ব্যান্ড সেগমেন্টে দ্বিতীয় স্থান পেলেও, স্মার্টওয়াচ ক্যাটাগরিতে অ্যাপলের মুকুটেই সেরার পালক থাকছে। রিপোর্ট বলছে, সমস্ত ব্র্যান্ডের তিন গুণ বেশি শেয়ার (৩১.১%) অর্জন করে বাজারের এই বিভাগে নেতৃত্ব দিচ্ছে জনপ্রিয় মার্কিন কোম্পানিটি। এতে, দ্বিতীয় স্থানে বিরাজ করছে হুয়াওয়ে। আবার গারমিন (Garmin) এবং স্যামসাং যথাক্রমে ৭.৬% এবং ৭.০% মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে পৌঁছেছে। মজার ব্যাপার, উইয়ারেবল ব্যান্ড সেগমেন্টে প্রথম স্থানাধিকারী শাওমি এক্ষেত্রে ৫.৭% মার্কেট শেয়ারের পেয়ে পঞ্চম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববাজারে পরিধানযোগ্য ব্র্যান্ডের চাহিদা বছরে ৫.৬% বৃদ্ধি পেয়েছে এবং এই বছরের দ্বিতীয় প্রান্তিকে মোট ৪০.৯ মিলিয়ন ইউনিট শিপিং হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এছাড়া স্মার্টওয়াচের শিপমেন্ট ৩৭.৪% বেড়ে ২৫.৪ মিলিয়নে পৌঁছেছে। সেক্ষেত্রে এই ধরণের ডিভাইস নির্মাতা সংস্থাগুলির আগ্রাসী মনোভাব এবং উৎপাদন কৌশল, আগামীদিনে এই পরিসংখ্যানে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সহজেই অনুমান করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন