তিনবার ভাঁজ হবে ফোন! ট্রিপল ফোল্ড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে Xiaomi

একাধিক শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার জন্য কাজ করছে। TCL এবং Huawei এর বিশেষ ফোল্ডেবল ফোনগুলির সম্পর্কে ইতিমধ্যে জানা গেছে। আর এখন শোনা যাচ্ছে যে Xiaomi-ও এই তালিকায় রয়েছে।

Ananya Sarkar 26 Aug 2024 5:56 PM IST

আগামী দিনে ট্রাই-ফোল্ডেবল ফোনগুলি স্মার্টফোন ইন্ডাস্ট্রির পরবর্তী প্রধান ট্রেন্ড হয়ে উঠতে পারে। গত মে মাসে, টিসিএল (TCL) সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লে (SID) 2024 প্রদর্শনীতে বিশ্বের প্রথম কার্যকরী ট্রাই-ফোল্ডেবল ফোন প্রদর্শন করেছে, যদিও এটি এখনও কেনার জন্য উপলব্ধ নেই। এটি অনুমান করা হচ্ছে যে হুয়াওয়ে (Huawei)-এর আসন্ন ট্রাই-ফোল্ডেবল ডিভাইস, যা আগামী কয়েক মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে, যা বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ ট্রাই-ফোল্ডেবল ফোন হতে পারে। এখন একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে যে, শাওমিও শীঘ্রই একটি ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন প্রকাশ করতে পারে।

Xiaomi নতুন ট্রাই-ফোল্ডেবল ফোনের ওপর কাজ করছে

এক টিপস্টার তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে উল্লেখ করেছেন যে, শাওমি একটি ট্রাই-ফোল্ডেবল (তিন ভাঁজ) স্মার্টফোনের ওপর কাজ শুরু করেছে। তবে, তিনি ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য শেয়ার করেননি।

সম্ভবত, শাওমির ট্রাই-ফোল্ডেবল ফোনটি আগামী বছর লঞ্চ হতে পারে৷ ডিভাইসটিতে হাইপারওএস 2.0 (HyperOS 2.0), একটি লাইকা (Leica) দ্বারা টিউন করা ক্যামেরা সেটআপ এবং একটি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে পারে৷

বর্তমানে, শাওমি দুই ধরনের ফোল্ডেবল ফোন অফার করে। Xiaomi Mix Fold 4, যা গত মাসে আত্মপ্রকাশ করেছে, এটি কোম্পানির চতুর্থ প্রজন্মের বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন। অন্যদিকে রয়েছে Xiaomi Mix Flip, যা Xiaomi Mix Fold 4 ফোনের সাথে আত্মপ্রকাশ করেছিল। এটি কোম্পানির প্রথম ফ্লিপ-স্টাইলের ফোল্ডেবল স্ক্রিন হ্যান্ডসেট।

রিপোর্ট অনুযায়ী, হুয়াওয়ের ট্রাই-ফোল্ডেবল ফোনটি সেপ্টেম্বরের প্রথম দিকে চীনে লঞ্চ হতে পারে। সম্প্রতি একটি ছবি ফাঁস হয়েছে, যেখানে হুয়াওয়ের কিনজিউমার বিজনেস গ্রুপের সিইও, ইউ রিচার্ডকে বহু প্রতীক্ষিত ডিভাইসটি ব্যবহার করতে দেখা গেছে। ফোল্ড করা অবস্থায় ফোনটিকে কেমন দেখতে হবে তার ছবিতে দেখা গেছে। অনুমান করা হচ্ছে যে, ডিভাইসটিতে ডুয়েল-হিঞ্জ সিস্টেম থাকবে, যা এটিকে প্রায় 10 ইঞ্চির একটি বিশাল স্ক্রিন স্পেস অফার করতে দেবে। ভিতরের স্ক্রিনের ওপরের-বাম কোণে একটি ক্যামেরা পাঞ্চ-হোল রয়েছে বলে মনে করা হচ্ছে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, হুয়াওয়ের ট্রাই-ফোল্ডেবল ফোনে কোম্পানির ইন-হাউস Kirin চিপসেট থাকবে। আগামী সেপ্টেম্বরে, ডিভাইসটি Huawei Nova 13 সিরিজের স্মার্টফোন এবং Huawei Watch GT 5 সিরিজের স্মার্টওয়াচের মতো অন্যান্য পণ্যের সাথে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story