একটি বা দুটি নয়, আন্ডার ডিসপ্লে ক্যামেরা সহ Xiaomi লঞ্চ করতে চলেছে একাধিক স্মার্টফোন

বছরের প্রথমার্ধ পেরিয়ে আমরা দ্বিতীয়ার্ধে পা রাখতে চলেছি, তবে এর মধ্যেই Xiaomi একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে। সেক্ষেত্রে, বছরের দ্বিতীয়ার্ধেও এর কোনো ব্যতীক্রম হবে না।…

বছরের প্রথমার্ধ পেরিয়ে আমরা দ্বিতীয়ার্ধে পা রাখতে চলেছি, তবে এর মধ্যেই Xiaomi একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে। সেক্ষেত্রে, বছরের দ্বিতীয়ার্ধেও এর কোনো ব্যতীক্রম হবে না। যদিও কোম্পানির তরফে আপকামিং কোন কোন ফোন আসছে সেবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে সম্প্রতি একটি রিপোর্ট বলছে, জুলাই থেকে বছর শেষ না হওয়া পর্যন্ত Xiaomi গ্রুপ (Mi, Redmi, Poco) একে একে ১৩টি নতুন ডিভাইস লঞ্চ করতে পারে।

আসলে শাওমি যখনই নতুন হ্যান্ডসেট লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করে, তাদের কাস্টম রম এমআইইউআই-তে সেগুলির সাপোর্ট যুক্ত করা হয়। ফলে লঞ্চ না হওয়া প্রত্যেকটি ডিভাইসের কোডনাম, এমনকি স্পেসিফিকেশনও এমআইইউআই-এর সোর্স কোড থেকে অনেকসময় লিক হয়ে যায়। এবারও ঠিক একইরকম ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যা Xiaomiui খুঁজতে সক্ষম পেয়েছে। ফলে আত্মবিশ্বাসী হয়েই দাবি করা হচ্ছে, চাইনিজ টেক জায়েন্টটি শীঘ্রই এই ১৩টি নতুন ডিভাইস লঞ্চ করবে।

https://twitter.com/xiaomiui/status/1407949130866081793?s=19

Xiaomi-র আপকামিং ডিভাইসের কোডনাম

Xiaomiui-র রিপোর্ট অনুযায়ী, Xiaomi-র আপকামিং ডিভাইসের কোডনেম হল- evergo, evergreen, zeus, cupid, psyche, pissaro, pissaropro, cygnus, bestla, hyacinth,
divine, lepus, Mercury

Xiaomi-র আপকামিং ডিভাইসের স্পেসিফিকেশন

cygnus —

. ৯০ হার্টজ ডিসপ্লে
. ১০৮ মেগাপিক্সেল এইচএমএক্স মেইন ক্যামেরা
. আল্ট্রা ওয়াইড ক্যামেরা

  • ৫x টেলিফটো ক্যামেরা
  • আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা (থাকতে পারে)

bestla —

.৬৪ মেগাপিক্সেল জিডব্লিউ৩ মেইন ক্যামেরা

hyacinth —

১২০ হার্টজ ডিসপ্লে
. ১০৮ মেগাপিক্সেল এইচএমএক্স ট্রিপল প্রাইমারি ক্যামেরা

divine —

. ৯০ হার্টজ ডিসপ্লে
. ৬৪ মেগাপিক্সেল জিডব্লিউ৩ মেইন ক্যামেরা
. ০.৫x আল্ট্রা ওয়াইড ক্যামেরা
. ৫x টেলিফটো ক্যামেরা
. ইন-স্ক্রিন সেলফি ক্যামেরা (থাকতে পারে)

lepus —

. ৯০ হার্টজ ডিসপ্লে
. ৫০ মেগাপিক্সেল জিএন৩ প্রাইমারি  ক্যামেরা
.আল্ট্রা ওয়াইড ক্যামেরা
. ৫x টেলিফটো ক্যামেরা
. আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা

mercury

. ১২০ হার্টজ ডিসপ্লে
. ১২ মেগাপিক্সেল পিক্সেল বাইনিং মেইন ক্যামেরা
.আল্ট্রা ওয়াইড ক্যামেরা
. ৫x টেলিফটো ক্যামেরা

উপরের তথ্যগুলি বিশ্লেষণ করলে একটা বিষয় স্পষ্ট যে, ৯০ হার্টজ ডিসপ্লে প্যানেল থাকলেও শাওমি ডিভাইসগুলিতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করতে পারে। আবার ১৩টি প্রোডাক্ট স্মার্টফোনই হবে, এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না। অন্তত এর মধ্যে দু’টি বা তিনটি ট্যাবলেট ডিভাইস থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন