Xiaomi Watch S1: শাওমি ব্র্যান্ডিংয়ের প্রথম স্মার্টওয়াচ আগামী বছরের শুরুতেই আসছে

গতমাসে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা Xiaomi-র নতুন স্মার্টওয়াচ (Smartwatch) সম্পর্কে তথ্য ফাঁস করেছিল স্টাফলিস্ট এবং ডিজিটাল চ্যাট স্টেশন। এবার 91mobiles সেই তথ্যকে আরো স্পষ্ট করল।…

গতমাসে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা Xiaomi-র নতুন স্মার্টওয়াচ (Smartwatch) সম্পর্কে তথ্য ফাঁস করেছিল স্টাফলিস্ট এবং ডিজিটাল চ্যাট স্টেশন। এবার 91mobiles সেই তথ্যকে আরো স্পষ্ট করল। টেক সাইটটি থেকে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, শাওমি আগামী বছরের প্রথমার্ধে তাদের প্রথম (যেহেতু আগে এমআই ব্র্যান্ডিং ব্যবহার করত) স্মার্টওয়াচ আনতে চলেছে।

নয়া এই স্মার্টওয়াচের নাম রাখা হবে Xiaomi Watch S1। সেক্ষেত্রে পূর্ববর্তী Mi Watch Color, Mi Watch Revolve, Mi Watch Revolve Active-এর পর, স্মার্টওয়াচের দুনিয়ায় প্রভাব বিস্তার করতে উদ্যোগী হয়েছে সংস্থাটি। তাই এবার সিস্টার ব্র্যান্ডের নাম ছেড়ে নিজস্ব ব্র্যান্ডিং সহ তারা নিয়ে আসছে তাদের প্রথম ওয়্যারেবল। রিপোর্ট অনুযায়ী, শাওমির অন্যান্য স্মার্টওয়াচের তুলনায় এই আধুনিক ঘড়িটির দাম কম থাকবে।

অন্যদিকে, স্মার্টওয়াচটি বিশ্বের কোথায় কোথায় লঞ্চ করতে চলেছে তার একটি তালিকা প্রকাশ্যে এনেছে জনপ্রিয় টিপসস্টার মুকুল শর্মা। সেখানে ভারতের নামটি উল্লেখিত রয়েছে। যদিও এখনো পর্যন্ত এই তালিকা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

টিপস্টারের শেয়ার করা তালিকা থেকে আরও জানা গেছে, শাওমি ওয়াচ এস১ আগামী বছরের প্রথম কোয়ার্টারেই ইউরোপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মার্কেটে লঞ্চ হতে পারে। দুর্ভাগ্যবশত, এখনো পর্যন্ত স্মার্টওয়াচটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আশা করা যায় খুব শীঘ্রই ওয়্যারেবলটি সম্পর্কিত বিশদ তথ্য সামনে আসবে।

এখনো পর্যন্ত যা তথ্য সামনে এসেছে, তার থেকে অনুমান করা যায় ভবিষ্যতে শাওমি স্মার্টওয়াচগুলি এমআই ব্র্যান্ডিং পরিত্যাগ করতে চলেছে। বর্তমানে ইউরোপীয় বাজারে বিক্রিত এম আই ওয়াচ এবং এম আই ওয়াচ লাইট সম্ভবত এমআই ব্র্যান্ডিং বহনকারী শাওমির সর্বশেষ স্মার্টওয়াচ হতে চলেছে। শুধু স্মার্টওয়াচই নয়, শাওমির ট্রু ওয়্যারলেস ইয়ারবাড সিরিজের ক্ষেত্রেও এমআই ব্র্যান্ডিং ত্যাগ করতে চলেছে সংস্থাটি।

মার্কেট রিসার্চ এজেন্সি, ক্যানালিসের একটি রিপোর্ট অনুযায়ী, ল্যাটিন আমেরিকায় খুব দ্রুত ব্যবসা বিস্তার করছে শাওমি। শিপমেন্টের দিক থেকে চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে তৃতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে এই চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা।

উল্লেখ্য, গতকাল জার্মানিতে শাওমি লঞ্চ করেছে Redmi Watch 2 Lite স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচের দাম ৬৯.৯৯ ইউয়ান (প্রায় ৬,০০০ টাকা)। বাঁকানো কোন সহ চিরাচরিত স্কয়ার শেপ ডিজাইনের সাথে এসেছে স্মার্টওয়াচটি। এর ডিসপ্লের চারপাশে দেখা যাবে চওড়া বেজেলস। যদিও পূর্ববর্তী রেডমি স্মার্টওয়াচগুলির মত এর বেজেলস অতটাও চওড়া নয়। Redmi Watch 2 Lite স্মার্টওয়াচটিতে থাকছে ১.৫৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজিলিউশন ৩৬০x ৩২০।