100 দিনে 100টি চ্যালেঞ্জ, করতে পারলে 1 লাখ টাকা পুরস্কার, চালু হল Xiaomi Xplorers প্রোগ্রাম
নতুন কনটেস্ট হাজির করল Xiaomi। যেখানে 100 দিনে 100টি চ্যালেঞ্জ পূরণ করতে হবে। এই কনটেস্টের নাম Xiaomo Xplorers প্রোগাম। রেজিস্ট্রেশন করা যাবে 25 ডিসেম্বর পর্যন্ত।
ভারতে Xiaomi Xplorers নামে নয়া প্রোগ্রাম শুরু করল শাওমি। Redmi Note 14 Pro+ 5G ফোন দিয়ে অংশ নিতে হবে এই প্রতিযোগিতায়। যেখানে 100 দিন 100টি চ্যালেঞ্জ পূরণ করতে বলা হবে। করতে পারলে পাওয়া যাবে 1 লক্ষ টাকা পুরস্কার। এটির রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। চলবে 25 ডিসেম্বর পর্যন্ত।
অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন করতে এবং কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিতে www.xiaomixplorers.com-এ ভিজিট করতে পারেন। শাওমি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে 2024 সালের ডিসেম্বরের শেষে 100 জন নির্বাচিত Xplorers-এর নাম ঘোষণা করবে।
Xiaomi Xplorers প্রোগ্রাম কী?
এই প্রোগ্রামে 14 জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে। যারা চ্যালেঞ্জে ব্যতিক্রমীভাবে ভালো পারফর্ম করেবেন তাদের প্রত্যেককে 1 লক্ষ টাকার পুরষ্কার দেবে শাওমি। এছাড়াও, যেসব অংশগ্রহণকারীরা শীর্ষস্থানে শেষ করবেন তারা একটি এক্সক্লুসিভ Xiaomi স্মার্ট হোম মেকওভার জিততে পারবেন। এটি Xiaomi-এর উন্নত স্মার্ট হোম সলিউশন ডিভাইস।
কোম্পানি জানিয়েছে, যে 'Xiaomi Xplorers' প্রোগ্রামটি Redmi Note 14 Pro+ 5G-এর উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে, অংশগ্রহণকারীদের তাদের সৃজনশীলতা প্রকাশ করতে অনুপ্রাণিত করার জন্য ডিজাইন করা হয়েছে। যাতে তারা স্মার্টফোনের অভিজ্ঞতা লাভ করতে পারে এবং নতুন ও উত্তেজনাপূর্ণ উপায়ে তাদের অনন্য দৃষ্টিভঙ্গি শেয়ার করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, সম্প্রতি লঞ্চ হয়েছে কোম্পানির নতুন Redmi Note 14 Pro+ 5G স্মার্টফোন। যার দাম রাখা হয়েছে 29,999 টাকা থেকে 34,999 টাকা।
নতুন কনটেস্ট হাজির করল Xiaomi। যেখানে 100 দিনে 100টি চ্যালেঞ্জ পূরণ করতে হবে। এই কনটেস্টের নাম Xiaomo Xplorers প্রোগাম। রেজিস্ট্রেশন করা যাবে 25 ডিসেম্বর পর্যন্ত।