XTURISMO Flying Bike: বিশ্বের প্রথম উড়ন্ত বাইকের বুকিং শুরু হল, কিনবেন নাকি

এর আগে আমরা হাইব্রিড গাড়ির কথা শুনেছি, যা রাস্তায় চলার পাশাপাশি আকাশপথেও উড়তে সক্ষম। তবে এবার উড়ন্ত বাইক সামনে এনে তাক লাগালো জাপানিজ সংস্থা আলি…

এর আগে আমরা হাইব্রিড গাড়ির কথা শুনেছি, যা রাস্তায় চলার পাশাপাশি আকাশপথেও উড়তে সক্ষম। তবে এবার উড়ন্ত বাইক সামনে এনে তাক লাগালো জাপানিজ সংস্থা আলি টেকনোলজিস (ALI Technologies)। সংস্থাটির হাত ধরে XTURISMO নামক উড়ন্ত বাইকটি শীঘ্রই বাজারে আসতে চলেছে। উড়ে চলার পাশাপাশি এটি বেশ খানিকক্ষণ শূন্যে ভেসেও থাকতে পারবে। এতদিন কেবল সিনেমার পর্দায় এই ধরনের বাইক দেখা গেলেও এবার তা বাস্তবেই আসতে চলেছে। জাপানের ফুজিতে চলতি সপ্তাহেই উড়ন্ত XTURISMO-এর প্রদর্শন দেখিয়েছে আলি টেকনোলজিস (ALI Technologies)।

XTURISMO ফিচার ও দাম

আলি টেকনোলজিসের এই উড়ন্ত বাহনটির ৩০ – ৪০ মিনিট পর্যন্ত শূন্যে ভেসে থাকার ক্ষমতা রয়েছে। আবার ইলেকট্রিক্যাল অপারেশনের সাথে পেট্রোল ভার্সনের ইন্টার্নাল কম্বাশান ইঞ্জিন রয়েছে এই বাইকটিতে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২০২৫ এর মধ্যে এটির সম্পূর্ণ বৈদ্যুতিক ভার্সন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের। গতকাল অর্থাৎ ২৬ অক্টোবর থেকেই শুরু হয়ে গেছে এর প্রি-বুকিং। আপাতত ২০০ ইউনিট এই উড়ন্ত যান বানাবে আলি টেকনোলজিস।

গত মঙ্গলবার প্রদর্শনী সভাতে বাইকটিকে বেশ খানিকক্ষণ শূন্যে ভেসে থাকতে দেখা গেছে। এমনকি শূন্যে একাধিকবার দিক পরিবর্তন করেছে এই উড়ন্ত বাহনটি। ড্রোনে ব্যবহৃত প্রযুক্তির উপর ভর করে এটি তৈরি করা হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। XTURISMO ফ্লাইং বাইকটির ওজন ৩০০ কেজির কাছাকাছি। এর দৈর্ঘ্য ৩.৭ মিটার, প্রস্থ ২.৪ মিটার এবং উচ্চতা ১.৫ মিটার। আকারে বেশ বড় হলেও একটি মাত্র সিট রয়েছে এই ‘হোভার’ বাইকটিতে এবং এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১০০ কিমি প্রতি ঘন্টায়। ফ্লাইং যানটির দাম ভারতীয় মুদ্রায় ৫.১০ কোটি টাকার কাছাকাছি রাখা হতে পারে।

XTURISMO প্রসঙ্গে সংস্থার সভাপতি এবং সিইও Duisuke Katano বলেছেন, “গত ২০১৭ সাল থেকে আমরা হোভার বাইকটির নির্মাণকার্য শুরু করেছি। আশা করা হচ্ছে শূন্যে এর গতি আগামী দিনে আরো বাড়ানো যাবে। কোনো ভিড় জায়গা, পার্বত্য এলাকা, সমুদ্রের উপর এবং কোনো বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে এটি। XTURISMO-কে সর্বসমক্ষে আনতে পারে আমি ভীষণ আনন্দিত।”

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন