পেট্রলের সঙ্গে ইথানল মিশিয়ে চালাতে পারবেন, Yamaha-র প্রতিটি বাইক-স্কুটারে আসছে এমন সুবিধা
দূষণের বাড়বাড়ন্তের জন্য পরিবেশবিদরা যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়াকে বিশেষভাবে দায়ী করেছেন। বিকল্প পথ হিসাবে...দূষণের বাড়বাড়ন্তের জন্য পরিবেশবিদরা যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়াকে বিশেষভাবে দায়ী করেছেন। বিকল্প পথ হিসাবে অপ্রচলিত শক্তি থেকে প্রস্তুত জ্বালানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ এই জাতীয় জ্বালানি পোড়ালে পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান কম উৎপন্ন হয়। অপ্রচলিত জ্বালানির মধ্যে অন্যতম হল ইথানল ও মিথানল। বর্তমানে দেশ জুড়ে ৮০ শতাংশ পেট্রোলের সাথে ২০ শতাংশ ইথানল মিশিয়ে জ্বালানি তৈরির উদ্যোগ শুরু হয়েছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে E20। সম্প্রতি বেঙ্গালুরুর ‘ইন্ডিয়া এনার্জি উইক’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করেছেন E20 ফুয়েল। এরপর থেকেই গাড়ি সংস্থাগুলির মধ্যে তৎপরতা চোখে পড়ার মতোই।
এই ই২০ জ্বালানি যে কেবল পরিবেশ দূষণ হ্রাস করবে তাই নয়, পাশাপাশি পেট্রোল ডিজেল আমদানির জন্য বিদেশের উপর ভারতের নির্ভরশীলতাও কমাবে। বিভিন্ন গাড়ি সংস্থা ই২০ জ্বালানিতে চলতে সক্ষম এমন ইঞ্জিন সমেত যানবাহন লঞ্চ করছে। যার মধ্যে অন্যতম হল ইয়ামাহা (Yamaha)। কার্বন নির্গমন কমাতে জাপানি ব্র্যান্ডটি এদেশে প্রথম তাদের ই২০ সহায়ক মোটরসাইকেল বাজারে হাজির করেছে।
2023 এর মধ্যে ভারতে Yamaha সংস্থার সমস্ত মডেল E20 ফুয়েলে চলবে
ক'দিন আগেই নতুন R15 ও R15M লঞ্চের সময় ইয়ামাহা জানিয়েছে ২০২৩-এর মধ্যে তাদের সমস্ত মোটরসাইকেল এবং স্কুটারের ই২০ জ্বালানি সহায়ক ইঞ্জিনের সঙ্গে লঞ্চ করা হবে। এই প্রসঙ্গে ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইশিন চিহানা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “যেখানে আমাদের উদ্দেশ্য ক্রেতাদের সদা আকৃষ্ট করে রাখা, সেখানে কার্বন নিষ্ক্রিয় ভবিষ্যৎ গড়ার দায়িত্বের কথা আমরা কখনোই ভুলবো না। যার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা FZS-FI V4 Deluxe ও FZ-X লঞ্চ করেছি।”
প্রসঙ্গত, বর্তমানে ভারতে FZ সিরিজ, R15 সিরিজ এবং MT-15 – এই বাইকগুলি বিক্রি করে ইয়ামাহা। আবার Fascino 125, Rayzr 125, Rays Street Rally এবং Aeros 155-এর মতো স্কুটারও রয়েছে তাদের ঝুলিতে। সম্প্রতি জাপানি সংস্থাটি নয়া নির্গমন বিধি মেনে R15M, MT 15, FZ-X ও FZ-S FI লঞ্চ করেছে। নতুন MT 15 V2-এর দাম ১,৬৮,৪০০ টাকা (এক্স-শোরুম), FZ-S FI-এর মূল্য ১,২৭,৪০০ টাকা (এক্স-শোরুম), FZ FI V3-এর দাম ১,১৫,২০০ (এক্স-শোরুম) এবং FZ-X-এর দর ১,৩৫,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।