নতুন রঙে Yamaha Fascino 125 স্কুটারের প্রথম ঝলক, এবার দশটি কালার অপশন! ছবি দেখে নিন

জাপানি টু-হুইলার নির্মাতা ইয়ামাহা (Yamaha) সম্প্রতি ভারতের বাজারে একাধিক প্রোডাক্ট নিয়ে এসেছে। এবারে সংস্থাটি বহুল...
Suman Patra 16 April 2022 12:02 PM IST

জাপানি টু-হুইলার নির্মাতা ইয়ামাহা (Yamaha) সম্প্রতি ভারতের বাজারে একাধিক প্রোডাক্ট নিয়ে এসেছে। এবারে সংস্থাটি বহুল জনপ্রিয় ১২৫ সিসি’র স্কুটার ইয়ামাহা ফ্যাসিনো ১২৫ (Yamaha Fascino 125)-এর নতুন রঙের বিকল্প হাজির করতে চলেছে। কারণ সম্প্রতি এক ইভেন্টে স্কুটারটির নতুন কালার অপশন স্পট করা হয়েছে।

ইয়ামাহা ফ্যাসিনো ১২৫-এর ফাঁস হওয়া ছবিতে সিলভার, ব্ল্যাক এবং গ্রে কালারের মিশেলে দেখা গেছে। উল্লেখ্য, বাজারে স্কুটারটি ৯টি রঙে উপলব্ধ। এতএব, এটি হতে চলেছে দশ নম্বর কালার স্কিম। যদিও এর দাম এখনও ঘোষণা করেনি ইয়ামাহা। বর্তমান বাজার চলতি মডেলগুলির দাম ৮৩,১৩০ টাকা। অনুমান করা হচ্ছে নতুন মডেলটির দাম এর চাইতে সামান্য বেশি হবে।

Yamaha Fascino 125

তবে মূল্য ছাড়া অন্যান্য স্পেসিফিকেশনগুলি বাজার চলতি মডেলগুলির সাথে একই থাকবে বলেই মনে করা হচ্ছে। এটি ১২৫ সিসির এয়ার কুল্ড ইঞ্জিনে দৌড়য়। যা ৬,৫০০ আরপিএম গতিতে ৮ বিএইচপি ক্ষমতা এবং ৫,০০০ আরপিএম গতিতে ১০.৩ এনএম টর্ক উৎপন্ন করে। এতে হাইব্রিড সিস্টেমের ব্যবস্থা রয়েছে৷ যা স্টার্টিংয়ের সময় মোটর জেনারেটর হিসাবে কাজ করে।

হাইব্রিড পাওয়ারট্রেনের উপস্থিতিতে ফুয়েল এফিশিয়েন্সি বাড়বে বলে দাবি সংস্থার। প্রধানত মহিলাদের লক্ষ্য করে ফ্যাসিনো স্কুটারে কার্ভড ডিজাইনে ফুটিয়ে তুলেছে ইয়ামাহা। বাজারে স্কুটারটির মূল প্রতিপক্ষ হল Suzuki Access 125 এবং TVS Jupiter 125।

Show Full Article
Next Story