Yamaha অরণ্য সংরক্ষণে বনদপ্তরকে 10 লাখ টাকা অনুদান দিল
বিগত ক’বছরে তাৎপর্যপূর্ণ হারে ভারতের বনাঞ্চলের পরিমাণ কমেছে। জীব বৈচিত্র্যের অস্তিত্ব রক্ষার জন্য যা অতি ভয়ানক। তাই...বিগত ক’বছরে তাৎপর্যপূর্ণ হারে ভারতের বনাঞ্চলের পরিমাণ কমেছে। জীব বৈচিত্র্যের অস্তিত্ব রক্ষার জন্য যা অতি ভয়ানক। তাই দেশের সরকার থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থা জীববৈচিত্র রক্ষায় বনাঞ্চলের সংরক্ষণে ব্রতী হয়েছে। সেই তালিকায় ইতিমধ্যেই নাম লিখিয়েছে দেশের অন্যতম টু-হুইলার ব্র্যান্ড ইয়ামাহা মোটর (Yamaha Motor)। পরিবেশরক্ষায় দায়বদ্ধতা থেকে এবার উত্তরপ্রদেশ গৌতম বুদ্ধ নগর জেলার বনদপ্তরকে ১০ লক্ষ টাকা অনুদান দিয়েছে তারা।
ইয়ামাহা মোটরের ভারতীয় শাখার সহ-সভাপতি (ম্যানুফ্যাকচারিং) নেপাল সিং এবং ইউনিয়নের সভাপতি সুদেশ ভাটি ১০ লক্ষ টাকার একটি ডিমান্ড ড্রাফট গৌতম বুদ্ধ নগরের বনদপ্তরের ডিসিশনাল ফরেস্ট অফিসার প্রমোদ শ্রীবাস্তবের হাতে তুলে দেন। এই আর্থিক সহায়তা সংশ্লিষ্ট জেলার পরিবেশ রক্ষায় এবং বনদপ্তরকে অরণ্য সংরক্ষণে নতুন বৃক্ষরোপণে সহায়তা করবে।
প্রসঙ্গত, ইয়ামাহা মোটরের ভারতে দুটি উৎপাদন কেন্দ্র রয়েছে। একটি উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের সুরজপুরে। এবং অপরটি তামিলনাড়ুর কাঞ্চিপুরামে। তবে ইয়ামাহার এহেন পদক্ষেপ এই প্রথমবার নয়। এর আগেও পরিবেশ প্রতি বদ্ধপরিকর সংস্থাটি একাধিকবার আর্থিক সহায়তা করেছে।
বর্তমানে ইয়ামাহাকে জনকল্যাণমূলক বিভিন্ন কাজে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। যেমন স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে উদ্যোগী হয়ে সংস্থাটি অনুদান প্রদান করছে। তারা দেশের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আগামী প্রজন্মকে সবুজে মোড়ানো একটি সুস্থ সতেজ পৃথিবী উপহারস্বরূপ দিতে বদ্ধপরিকর তারা। সে কারণে জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা বাড়াতে ‘ব্লু কোর’ এবং ‘হাইব্রিড’ প্রযুক্তি মোটরসাইকেল ও স্কুটারে প্রয়োগে মনোনিবেশ করেছে ইয়ামাহা।