মূল্যবৃদ্ধিতে লাগাম টানা যাচ্ছে না, অক্টোবরেও Yamaha-র জনপ্রিয় স্পোর্টস বাইকের দাম বাড়ল

লাগাতার মূল্যবৃদ্ধির কবলে দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস বাইক Yamaha YZF-R15 V4। এপ্রিলের পর এই নিয়ে চতুর্থবার...
techgup 5 Nov 2022 5:33 PM IST

লাগাতার মূল্যবৃদ্ধির কবলে দেশের অন্যতম জনপ্রিয় স্পোর্টস বাইক Yamaha YZF-R15 V4। এপ্রিলের পর এই নিয়ে চতুর্থবার মূল্যবৃদ্ধির পথে হাটলো জাপানি সংস্থাটি। দেশের সর্বাধিক বিক্রিত এন্ট্রি লেভেলের স্পোর্টস বাইক হিসেবে প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছে YZF-R15 বাইকটি। বর্তমানে এর চতুর্থ প্রজন্মের সংস্করণ দাপিয়ে বেড়াচ্ছে ভারতের রাস্তায়। ইতিপূর্বেই চলতি বছরের আগস্ট ও অক্টোবরে এই বাইকের দাম বৃদ্ধির কথা ঘোষণা করে ইয়ামাহা। আর এখন আগের তুলনায় ৫০০ টাকা অতিরিক্ত খরচ হবে এটি কিনতে।

এই মুহূর্তে ভারতের বাজারে YZF-R15 V4-এর যে সংস্করণগুলি পাওয়া যায় সেগুলি হল- R15M, R15 MotoGP Edition, R15 Racing Blue, R15 Black, Red ও Silver। দাম বৃদ্ধির ফলে এই সবকটি মডেলের বর্তমানে এক্স শোরুম মূল্য যথাক্রমে- ১,৯১,৮০০ টাকা, ১,৯২,৪০০ টাকা, ১,৮৪,৪০০ টাকা, ১,৮০,৪০০ টাকা, ১,৭৯,৪০০ টাকা ও ১,৯০,৪০০ টাকা।

প্রসঙ্গত, বিগত প্রায় এক দশকের বেশি সময় ধরে এদেশের মাটিতে বেড়ে ওঠা এই স্পোর্টস বাইকটির অনেকগুলি সংস্করণ প্রত্যক্ষ করেছে ভারতবাসীগন। ডিজাইন, লুক, প্রযুক্তি ও ইঞ্জিনের সক্ষমতার পরিবর্তন ঘটেছে ধাপে ধাপে। বর্তমানে এতে এলইডি হেডলাইট, ডিজিটাল ডিসপ্লে, ডুয়েল চ্যানেল এবিএস, ট্রাকশন কন্ট্রোল ও কুইক শিফ্টার-এর মত আধুনিক ফিচারের দেখা মেলে।

YZF-R15 V4 এর অন্তরের অন্তঃস্থলে রয়েছে ১৫৫ সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার যুক্ত VVA প্রযুক্তির ইঞ্জিন। সর্বোচ্চ ১০,০০০ আরপিএম গতিতে ১৮.১ বিএইচপি শক্তি ও ৭,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৪.২এনএম টর্ক উৎপন্ন হয় এই ইঞ্জিন থেকে। সাথে রয়েছে ৬- স্পিড ট্রান্সমিশন সিস্টেম। এছাড়াও বাইকটির সামনে রয়েছে সোনালী রঙের ইউএসডি ফর্ক এবং পিছনে রয়েছে মনোশক সাসপেনশন। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে উভয় চাকাতেই সিঙ্গেল ডিস্ক লাগানো রয়েছে।

Show Full Article
Next Story