ডিলারশিপে চলে এল নতুন Yahama R15M, উত্তেজনা বাইকপ্রেমীদের মধ্যে!

ডিলারদের কাছেও এবার এসে গেল! তাহলে কবে লঞ্চ হবে নতুন Yahama R15M? আপাতত জবাবের অপেক্ষায় স্পোর্টস বাইকপ্রেমীরা। হালে R15...
SHUVRO 27 Aug 2021 12:24 PM IST

ডিলারদের কাছেও এবার এসে গেল! তাহলে কবে লঞ্চ হবে নতুন Yahama R15M? আপাতত জবাবের অপেক্ষায় স্পোর্টস বাইকপ্রেমীরা। হালে R15 V4-এর নতুন ভ্যারিয়েন্ট Yahama R15M নিয়ে আলোচনা চলছে প্রভূত৷ খুব সম্প্রতি কোম্পানির অথোরাইজড ডিলারদের নিয়ে আয়োজিত একটি এক্সক্লুসিভ ইভেন্ট থেকে ছড়িয়ে পড়ে Yahama R15M-এর ছবি। যদিও তাতে পুরো শরীরটুকু ভাল করে বোঝা যায়নি। তবে এবার উন্মুক্ত হয়ে ধরা দিল আসন্ন এই স্পোর্টস বাইকটি। ডিলারশিপ ইয়ার্ডে সামনে, ডান পাশে, বাম পাশে - সবদিক থেকেই লেন্সবন্দী হল Yahama R15M।

Yahama R15M স্টাইল

ইয়ামাহা আর১৫-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে আর১৫ এম। তবে দু'টি ভ্যারিয়েন্টের স্টাইলে যাতে স্বতন্ত্র ভাব থাকে, তা সুনিশ্চিত করেছে ইয়ামাহা। আর১৫ এম-এর প্রায় প্রত্যেকটি প্যানেল নতুন স্টাইলের ছোঁয়া পেয়েছে। একঝলকে আর১৫এম, আর১৫-এর থেকে ভিন্ন নাও মনে হতে পারে। কিন্তু ভালভাবে পর্যবেক্ষণ করলে পার্থক্যগুলি চোখে ধরা পড়বেই।

yamaha-r15m-launch-soon-in-india-dealership-spotted

সবচেয়ে লক্ষণীয় পার্থক্য সামনের প্রান্তে, যেখানে টুইন এলইডি হেডল্যাম্পের বদলে দেওয়া হয়েছে এলইডি প্রজেক্টর লাইট। সঙ্গে রয়েছে টুইন এলইডি ডিআরএল৷ ফ্লাইস্ক্রিন আগের থেকে বড়, ফ্রন্ট ফেন্ডারটিও নতুন। ফুয়েল ট্যাঙ্কের আকৃতি পরিবর্তন করা হয়েছে। রয়েছে রিডাজাইনড সাইড প্যানেল। ফেয়ারিংয়ে আনা হয়েছে সংশোধন।

ইয়ামাহা, আর১৫ এম-এর রিয়ার প্যানেলও বদল এনেছে। এর ফলে এয়ার ভেন্টগুলো হয়েছে আরও বড়। একজস্ট পাইপের উপর বসানো হয়েছে সিলভার রঙের হিট শিল্ড। আপসাইড-ডাউন (ইউএসডি) ফোর্কস, সোনালী রঙের ব্রেক ক্যালিপার্সে সজ্জিত ইয়ামাহা, আর১৫ এম মনস্টার এনার্জি মোটোজিপি এডিশন, রেসিং ব্লু, এবং হোয়াইট-ব্লু কম্বিনেশনের কালার স্কিমে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Yamaha R15M ইঞ্জিন

টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট অনুসারে, স্ট্যান্ডার্ড আর১৫-এর মতো আপকামিং ইয়ামাহা আর১৫ এম মডেলে ১৫৫ সিসি-র ইঞ্জিন থাকবে। যা ১০,০০০ আরপিএমে ১৩.৫ কিলোওয়াট (১৮.৩৫ পিএস) পাওয়ার উৎপন্ন করবে। উল্লেখ্য, পুরনো আর১৫-এর তুলনায়, নতুন আর১৫ এম মডেলে ০.২৫ পিএস কম পাওয়ার মিলবে।

Yamaha R15M দাম ও (সম্ভাব্য)

নয়া ফিচার ও স্টাইল যুক্ত করার জন্য, স্ট্যান্ডার্ড আর১৫-এর থেকে ইয়ামাহা আর১৫ এম-এর দাম পাঁচ-দশ হাজার টাকা বেশি হতে পারে। উল্লেখ্য, বর্তমানে ইয়ামাহা আর১৫-এর এক্স-শোরুম দাম ১ লক্ষ ৫৬ হাজার ৬০০ টাকা থেকে শুরু।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it