Yamaha R15-এর নয়া ভ্যারিয়েন্ট R15M-এর প্রথম ঝলক দেখা গেল, দাম কত হবে?

২০১৮ সালে ভারতের বাজারে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল Yamaha-র এন্ট্রি লেভেল স্পোর্টস মোটরসাইকেল R15 V3-এর। আর্ন্তজাতিক বাজার থেকে ভারতে পা রাখার পর থেকেই ইনস্ট্যান্ট ক্রাউড-পুলার হিসেবে…

২০১৮ সালে ভারতের বাজারে প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল Yamaha-র এন্ট্রি লেভেল স্পোর্টস মোটরসাইকেল R15 V3-এর। আর্ন্তজাতিক বাজার থেকে ভারতে পা রাখার পর থেকেই ইনস্ট্যান্ট ক্রাউড-পুলার হিসেবে পরিচিতি পেয়েছিল এই মডেলটি। কিন্তু এরকম জনপ্রিয় বাইকের রিপ্লেসমেন্ট মডেল লঞ্চ করার জন্য ইয়ামাহা যে গোপনে প্রস্তুতি নিচ্ছে, তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। সম্প্রতি ক্যামোফ্ল্যাজ অবতারে ইয়ামাহার একটি ফেয়ার্ড বাইকের রোড টেস্টিংয়ের ভিডিও প্রকাশ্যে আসে। নতুন প্রজন্মের Yamaha R3 বা চতুর্থ প্রজন্মের Yamaha R15 V4 উপর পরীক্ষা চলছে বলে মনে করা হয়েছিল। তবে সে জল্পনায় জল ঢেলে টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট নিশ্চিত করে যে ইয়ামাহা-র এই নতুন বাইকের নাম Yamaha R15M। এবার অফিসিয়াল লঞ্চের আগেই বাইকটির প্রথম ঝলক দেখা গেল। ফাঁস হয়ে গেল অল্প সময়ের মধ্যেই বাইকপ্রেমীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টিকারী Yamaha R15M-এর সামনের অংশের ছবি।

Yahama R15-এর ছবি প্রকাশ্যে

Yamaha R15M মডেলের বাইকটি একটি এক্সক্লুসিভ ইভেন্টে স্পট করা হয়েছে। ইয়ামাহা তাদের অথোরাইজড ডিলারদের জন্য ইভেন্টের আয়োজন করেছিল বলে মনে করা হচ্ছে। ছবিতে দেখা যায়, স্পেশাল MotoGP পেইন্ট স্কিমে সজ্জিত Yamaha R15M। উল্লেখ্য, এর আগে FZ25 ও খুব সম্প্রতি MT-15-এর স্পেশাল MotoGP (অফিসিয়াল নাম Monster Energy Yamaha MotoGP এডিশন) মডেল বাজারে এনেছে ইয়ামাহা। এই মোটোজিপি এডিশন মোটরসাইকেলের স্টাইলে আলাদা মাত্রা যোগ করে।

লিমিটেড এডিশন R7 মডেলটির অনুকরণে Yamaha R15-এর সামনে রয়েছে টুইন এলইডি ডিআরএল-সহ এলইডি প্রজেক্টর লাইট, নতুন উইন্ডস্ক্রিন, সোনালী রঙের আপসাইড-ডাউন (ইউএসডি) ফোর্কস। বডি প্যানেলেও করা হয়েছে সংশোধন। পিছনের দিকে খাটো ও পুরু এগজস্ট সিস্টেম লক্ষ্য করা গিয়েছে।

রেগুলার R15-এর চেয়ে নতুন R15-এর ফিচার তালিকা বেশি সমৃদ্ধ কি না, তা বলা যাচ্ছে না। তবে এটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্লুটুথ ও স্মার্টফোন অ্যাপ সাপোর্ট করবে বলে ধরে নেওয়া যায়।

Yamaha R15M মেকানিক্যাল স্পেসিফিকেশন ও ডাইমেনশন

টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট থেকে ইয়ামাহা আর১৫ এম-এর ইঞ্জিন ও আয়তনের বিষয়ে তথ্য সামনে এসেছে। ডকুমেন্ট অনুসারে, স্ট্যান্ডার্ড আর১৫-এর মতো আপকামিং আর১৫ এম মডেলে ১৫৫ সিসি-র ইঞ্জিন থাকবে। যা ১০,০০০ আরপিএমে ১৩.৫ কিলোওয়াট (১৮.৩৫ পিএস) পাওয়ার উৎপন্ন করবে। উল্লেখ্য, রেগুলার আর১৫-এর তুলনায়, আপকামিং আর১৫ এম মডেলটি কিন্তু  কম পাওয়ারের আউটপুট দেবে।

আয়তনের ক্ষেত্রে ইয়ামাহা আর১৫ এবং আর১৫ এম-এর মধ্যে কোনও ফারাক নেই। ইয়ামাহা আর১৫ এম-এর দৈর্ঘ্য ১,৯৯০ মিমি, প্রস্থ ৭২৫ মিমি, এবং উচ্চতা ১,৩৩৫ মিমি। হুইলবেস ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথাক্রমে ১,৩২৫ মিমি ও ১৭০ মিমি।

Yamaha R15M দাম ও লঞ্চ (সম্ভাব্য)

নয়া ফিচার ও স্টাইল যুক্ত করার জন্য, স্ট্যান্ডার্ড আর১৫-এর থেকে ইয়ামাহা আর১৫ এম-এর দাম  হাজার পাঁচ-ছয় টাকা বেশি হতে পারে। উল্লেখ্য, বর্তমানে ইয়ামাহা আর১৫-এর এক্স-শোরুম দাম ১ লক্ষ ৫৬ হাজার ৬০০ টাকা থেকে শুরু। দিওয়ালির সময় বাইকটি লঞ্চ হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন