সুপারস্পোর্টস থেকে অ্যাডভেঞ্চার বাইক, সদ্য লঞ্চ হওয়া Royal Enfield Hunter 350 এর দামে পাবেন এই 5 জনপ্রিয় মডেল

আচ্ছা বলুন তো এই মুহূর্তে ভারতের টু-হুইলার বাজারের “হট কেক” কোনটি? অবশ্যই Royal Enfield Hunter 350। সত্যিই বাস্তবিক ক্ষেত্রে সবচেয়ে কম দামে হান্টার রোডস্টার লঞ্চ…

আচ্ছা বলুন তো এই মুহূর্তে ভারতের টু-হুইলার বাজারের “হট কেক” কোনটি? অবশ্যই Royal Enfield Hunter 350। সত্যিই বাস্তবিক ক্ষেত্রে সবচেয়ে কম দামে হান্টার রোডস্টার লঞ্চ করে আসমুদ্র হিমাচলে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে রেট্রো মোটরসাইকেল নির্মাণের জন্য প্রসিদ্ধ রয়্যাল এনফিল্ড। তিনটি আলাদা ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করা হান্টারের দাম শুরু হয়েছে ১,৪৯,৯০০ টাকা থেকে। আর টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম মূল্য ১,৬৮,৯০০টাকা। নতুন Hunter 350 পছন্দ না হলেও এই প্রাইস সেগমেন্টে রয়েছে একাধিক মোটরসাইকেলের বিকল্প। এই প্রতিবদনে সেগুলির মধ্যে সেরা পাঁচ মডেলের খোঁজ রইল।

Yamaha R15S: (1,60,900 টাকা)

শার্প এবং ফুল ফেয়ারিং-সহ বাইক কেনার ইচ্ছে থাকলে Yamaha R 15S যথেষ্ট ভালো অপশন। হান্টার ৩৫০ এর বেস ভ্যারিয়েন্ট থেকে অন্তত ১১,০০০ টাকা বেশি দিয়ে আপনি পাবেন স্পোর্টস বাইকে চড়ার স্বাদ। সাথে রয়েছে এলইডি হেড লাইট, ব্লুটুথ কিনেক্টিভিটি যুক্ত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্লিপার ক্লাচ সহ লিকুইড কুল্ড ইঞ্জিন ও ট্রাকশন কন্ট্রোল সিস্টেম সহ আরো অনেক কিছু।

Hero XPulse 200 4V: (1,35,978 টাকা)

এমন যদি কোনো মোটরসাইকেল আপনি চান যাকে নিয়ে প্রতিদিনের যাতায়াত যেমন করা যাবে, তেমনি সপ্তাহান্তে পাড়ি দেওয়া যাবে দূরবর্তী কোনও জায়গায়, সেক্ষেত্রে Hero XPulse 200 4V আপনার জন্য উপযুক্ত বাইক। হান্টারের থেকে প্রায় ১৩,৯২২ টাকা কম দামে পেয়ে যাবেন এই এন্ট্রি লেভেল অফ-রোডাফ বাইক।

TVS Apache RTR 200 4V: (1,39,690 টাকা থেকে শুরু)

নেকেড বাইক সেগমেন্টে বরাবরই নিজের একটা আলাদা স্থান করে রেখেছে TVS Apache RTR 200 4V। ডিজাইন, ফিচার, কমফোর্ট, ও পারফরম্যান্স – এই চারটে মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে টিভিএসের এই দুর্দান্ত বাইকট। ডুয়েল চ্যানেল এবিএস থেকে শুরু করে তিন ধরনের রাইডিং মোড সবকিছুই মিলবে এতে।

Jawa 42: (1,72,459 টাকা থেকে দাম শুরু)

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর বেস ভ্যারিয়েন্টে থেকে অন্তত ২২,৫১৫ টাকা বেশি দামে ডবল ব্যরেল এক্সজস্ট পাইপ যুক্ত রেট্রো লুকের Jawa 42 অন্যতম সেরা চয়েজ। গোলাকৃতি হেডলাইট, আকর্ষণীয় বডি প্যানেল, হ্যান্ডেলের শেষে থাকার মিরর, লিকুইড কুল্ড ইঞ্জিন, ডুয়েল চ্যানেল এবিএস সহ সমস্ত রকম উপকরণই মজুদ এই বাইকে।

TVS Ronin: (1,49,000 টাকা থেকে 1,68,750 টাকা)

রয়্যাল এনফিল্ড হান্টারের থেকে বয়সে কয়েক সপ্তাহের বড় টিভিএস রনিন আসলে ওল্ড ডিজাইনের স্ক্রাম্বলার বাইক। হান্টার ৩৫০ এর ক্ষেত্রে যে যে আধুনিক সংস্করণগুলির ঘাটতি নজরে আসে তার সবকিছুই বিদ্যমান টিভিএসের এই মডেলে। বাইকটিতে ওল্ড টাচ দিতে সামনে রয়েছে গোলাকৃতি এলইডি যুক্ত হেডলাইট, স্মার্টফোনঅকানেক্টিভিটি সহ ফিচারসমৃদ্ধ ডিজিটাল কনসোল, রাইডিং মোড, ডুয়েল চ্যানেল এবিএস, ইউএসবি চার্জিং পোর্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ইউএসডি ফর্ক সহ আরো অনেক কিছু।