Yamaha XSR125: তুখোড় লুকে দিল জিতে নেবে, ইয়ামাহার এই বাইকের স্টাইল অবাক করার মতো

জাপানের ওসাকা মোটরসাইকেল ইভেন্টে Yamaha XSR125 বাইকটি ক্যাফে রেসার কিট সহ আত্মপ্রকাশ করেছে। এছাড়াও নিও-রেট্রো বাইকটি...
SUMAN 27 March 2023 1:48 PM IST

জাপানের ওসাকা মোটরসাইকেল ইভেন্টে Yamaha XSR125 বাইকটি ক্যাফে রেসার কিট সহ আত্মপ্রকাশ করেছে। এছাড়াও নিও-রেট্রো বাইকটি বেশকিছু আপডেট সহ হাজির হয়েছে। এমনিতেই মোটরসাইকেলটির প্রতি ক্রেতাদের আকর্ষণের অন্ত নেই। এবারে XSR125-এ নতুন ক্যাফে রেসার কিট যোগ হওয়ায়, সেই গতি আরও ত্বরান্বিত হবে বলেই আশাবাদী জাপানি সংস্থাটি। আসুন মোটরসাইকেলটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Yamaha XSR125 : ডিজাইন এবং এক্সটেরিয়ার

এই কাস্টমাইজড কিটটি মোটরসাইকেলটির ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে। যার মধ্যে সবচেয়ে আকর্ষণের অংশটি হল সামনের বাবেল ফেয়ারিং। এতে উপলব্ধ একটি সিঙ্গেল পিস সিট, একটি অ্যালুমিনিয়াম ক্র্যাঙ্ককেস কভার, এবং একটি মেটাল ব্যাশ প্লেট। একটি রেড এবং ব্ল্যাক XSR125-এ এই সমস্ত কিছু রয়েছে। এর সার্বিক ডিজাইন বেশ আবেদনময়ী।

অন্যান্য ডিজাইনের মধ্যে নিও-রেট্রো বাইকটিতে রয়েছে গোলাকৃতি হেডলাইট ও টেডলাইট, ব্ল্যাক ইউএসডি ফ্রন্ট ফর্ক, এবং একটি রিয়ার মোনোশক ইঊনিট। অনুমান করা হচ্ছে, এতে MT125-এর ফ্রেম ব্যবহার করা হয়েছে। হেডলাইটের চতুর্দিকে আবৃত আকর্ষণীয় কাউল, যা হ্যান্ডেল বার পর্যন্ত গিয়েছে। টিয়ার ড্রপ আকৃতির প্রথাগত ফুয়েল ট্যাঙ্কের কারণে ডিজাইন বেশ চমকপ্রদ হয়ে উঠেছে। এছাড়া উপস্থিত ম্যাট ব্ল্যাক এগজস্ট।

Yamaha XSR125 : ইঞ্জিন ও অন্যান্য বৈশিষ্ট্য

কারিগরি দিক থেকে Yamaha XSR125-এ তেমন কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আগের মতই এটি একটি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ১২৫ সিসি ইঞ্জিনে ছুটবে। যা থেকে সর্বোচ্চ ১৪.৫ বিএইচপি শক্তি এবং ১১.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। বাইকটি একটি সিক্স-স্পিড ট্রান্সমিশন সহ উপলব্ধ। ১৭ ইঞ্চি অ্যালয় হুইল সহ মোটরসাইকেলটিতে রয়েছে অল অ্যালুমিনিয়াম সুইংআর্ম এবং ডেলটা বক্স ফ্রেম। দুই চাকায় ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিস্ক ব্রেক।

Yamaha XSR125 : ভারতে কবে আসবে

ভারতে এই কাস্টম ক্যাফে রেসার কিট লঞ্চের প্রসঙ্গে সংস্থার তরফে কোন অফিসিয়াল বার্তা এসে পৌঁছায়নি। এমনকি XSR125 নাকি XSR155 – কোন মডেলটি আসবে সে বিষয়েও এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। এদিকে ইয়ামাহার নিও-রেট্রো সেগমেন্টে FZ-X মডেলটি সদ্য নতুন ভার্সনে হাজির হয়েছে।

Show Full Article
Next Story