সাবধান! স্প্যাম মেসেজ পাঠানোর মত এই ৮টি কাজ করলে তৎক্ষণাৎ ব্যান হবে WhatsApp অ্যাকাউন্ট
বর্তমান ডিজিটাল যুগে হাতে স্মার্টফোন আছে অথচ তাতে WhatsApp (হোয়াটসঅ্যাপ) নেই, এমন মানুষের দেখা মেলা এককথায় অসম্ভব! Meta...বর্তমান ডিজিটাল যুগে হাতে স্মার্টফোন আছে অথচ তাতে WhatsApp (হোয়াটসঅ্যাপ) নেই, এমন মানুষের দেখা মেলা এককথায় অসম্ভব! Meta (মেটা) মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির বিশ্বব্যাপী জনপ্রিয়তার কথা আমাদের কারোরই অজানা নয়, এর অন্যতম মূল কারণ হল অ্যাপটিতে উপলব্ধ একাধিক কার্যকর ও মজাদার ফিচার। আর ইউজারদের সুবিধার্থে সংস্থাটিও প্রায়শই নিত্যনতুন ফিচার রোলআউট করে থাকে। কারোর সাথে যোগাযোগ করতে হলে বা কাউকে কিছু বলার প্রয়োজন পড়লে কল বা মেসেজ করার চাইতে এই প্ল্যাটফর্মটির কথাই ইউজারদের সবার আগে মাথায় আসে। ফলে এই অ্যাপটির ইউজারবেস উত্তরোত্তর বেড়েই চলেছে।
কিন্তু যথেচ্ছাচারে যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়, তাহলে সামান্য অসাবধানতাও কিন্তু আপনাকে চরম সমস্যায় ফেলতে পারে। আসলে ব্যাপকভাবে ব্যবহার করতে করতে ইউজাররা কখনো কখনো নিজের অজান্তেই এমন কিছু ভুলভাল কাজ করে বসেন, যার ফলে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু ব্যান করাও হতে পারে! আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন! ইউজারদেরকে সতর্ক করে সংস্থাটি কঠোরভাবে ঘোষণা করেছে যে, ভুয়ো খবর রটানো, স্প্যাম মেসেজ সেন্ড করার মতো অসৎ কার্যকলাপ প্ল্যাটফর্মটিতে করা হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট ইউজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ব্যান করবে সংস্থাটি।
এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, কী কী অন্যায় কাজ করলে এই সমস্যার সম্মুখীন হতে হবে? সেক্ষেত্রে এই প্রতিবেদনে আমরা এমন আটটি কাজের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলি করা থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, যদি আপনারা ভবিষ্যতে নিরাপদে এবং নিশ্চিন্তে নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা চালিয়ে যেতে চান। সবসময় মনে রাখবেন, কোনোরকম বেগড়বাই করলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজারদেরকে রেহাই দেবে না। পূর্বেও তারা কোটি কোটি অ্যাকাউন্ট ব্যান করেছে, এবং ভবিষ্যতেও তা করা জারি রাখবে।
যে আটটি কাজ করলে আপনার অ্যাকাউন্টকে নিষিদ্ধ করতে পারে WhatsApp
১. স্প্যামের জন্য ভুলেও কখনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন না। জানিয়ে রাখি, মেসেজ সেন্ড করার জন্য ব্রডকাস্টিং লিস্ট বা গ্রুপ তৈরি করাকেই মূলত স্প্যাম বলা হয়ে থাকে।
২. যদি একদিনেরও কম সময়ের মধ্যে কোনো ইউজারকে বহুসংখ্যক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ব্লক করেন, তাহলে তার অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করবে হোয়াটসঅ্যাপ।
৩. বিভিন্ন গ্রুপে ভুয়ো খবর ছড়ানো থেকে সর্বদা বিরত থাকুন।
৪. অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে এপিকে (APK) ফাইল হিসেবে ম্যালওয়্যার পাঠাবেন না, কিংবা বিপজ্জনক ফিশিং লিঙ্ক খবরদার ফরোয়ার্ড করবেন না।
৪. আপনি যদি অন্য কারোর নামে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে সেটিকে ব্যবহার করা চালিয়ে যেতে থাকেন এবং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যদি ঘূণাক্ষরেও কখনো সেকথা জানতে পারে, তাহলে তৎক্ষণাৎ আপনার অ্যাকাউন্টটিকে ব্যান করবে সংস্থাটি।
৫. WhatsApp Delta, GBWhatsApp, এবং WhatsApp Plus-এর মতো থার্ড-পার্টি অ্যাপগুলি ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট চিরতরের মতো নিষিদ্ধ করা হতে পারে। কারণ নিরাপত্তা ও গোপনীয়তা সম্পর্কিত উদ্বেগের কারণে হোয়াটসঅ্যাপ কখনোই ব্যবহারকারীদের এই ধরনের অ্যাপগুলি ব্যবহার করার অনুমতি দেয় না।
৬. যদি বহুসংখ্যক ইউজার কোনো একটি অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট বা অভিযোগ করেন, তাহলে মেটা মালিকানাধীন ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি অবিলম্বে সেই অ্যাকাউন্টটিকে ব্যান করবে।
৭. কখনো হোয়াটসঅ্যাপ মারফত কাউকে অবৈধ, অশ্লীল, মানহানিকর, ঘৃণ্য, হয়রানিমূলক, হুমকি বা ভয় দেখিয়ে কোনো ভীতিকর মেসেজ পাঠাবেন না। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই তাদের প্ল্যাটফর্মে পর্ন ক্লিপ শেয়ার করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই যথাযথ সতর্কতা অবলম্বন করার পাশাপাশি আপাদমস্তক বিবেচনা করে তবেই কাউকে কোনো মেসেজ সেন্ড করুন।