YouTube বিজ্ঞাপন দাতাদের জন্য বড় খবর, আর দেওয়া যাবে না এই বিজ্ঞাপন

Google (গুগল)-এর ভিডিও প্ল্যাটফর্ম YouTube (ইউটিউব) বিজ্ঞাপনের ক্ষেত্রে এবার বড়সড় সিদ্ধান্ত নিল। সংস্থাটি তরফে জানানো...
PUJA 15 Jun 2021 11:07 AM IST

Google (গুগল)-এর ভিডিও প্ল্যাটফর্ম YouTube (ইউটিউব) বিজ্ঞাপনের ক্ষেত্রে এবার বড়সড় সিদ্ধান্ত নিল। সংস্থাটি তরফে জানানো হয়েছে, এবার থেকে তাদের সাইটের হোম পেজের শীর্ষে (masthead) কোনো পলিটিক্যাল বা ইলেকশন অ্যাড দেখানো হবে না। প্রসঙ্গত এর আগে অ্যালকোহল, ড্রাগ ও গ্যাম্বলিং এর জন্য এই নিয়ম প্রযোজ্য ছিল।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ইউটিউব তাদের সমস্ত বিজ্ঞাপন দাতাদের কে ইমেলের মাধ্যমে নতুন নিয়ম সম্পর্কে অবগত করেছে। প্রসঙ্গত গতবছর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের সময় ইউটিউব বিজ্ঞাপনে যথেচ্ছ টাকা ব্যয় করেছিলেন এবং ইউটিউব জুড়ে তার বিজ্ঞাপন দেখা গিয়েছিল। যা বিরোধীরা মোটেও ভাল চোখে দেখেনি। এরপরই ইউটিউবকে এই সিদ্ধান্ত নিতে দেখা গেল।

ইউটিউব তাদের ইমেলে লিখেছে, "আমরা বিজ্ঞাপনদাতা ও দর্শকদের প্রয়োজন বোঝার জন্য প্রত্যহ বিভিন্ন বিজ্ঞাপন পরীক্ষা করি। নতুন নিয়ম উভয়ের জন্য ভালো হবে।"

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story