YouTube: দর্শকদের হোলির উপহার ইউটিউবের, ৬ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে ওভারলে বিজ্ঞাপন
আপনি যদি ভিডিও দেখার জন্য YouTube ব্যবহার করেন তাহলে আপনার জন্য সুসংবাদ। আসলে শীঘ্রই ইউটিউবে ভিডিওতে প্রদর্শিত ছোট ছোট...আপনি যদি ভিডিও দেখার জন্য YouTube ব্যবহার করেন তাহলে আপনার জন্য সুসংবাদ। আসলে শীঘ্রই ইউটিউবে ভিডিওতে প্রদর্শিত ছোট ছোট বিজ্ঞাপনগুলি থেকে মুক্তি পাওয়া যাবে। সংস্থাটি জানিয়েছে, তারা প্ল্যাটফর্মে পরিবর্তন আনতে চলেছে, যা ৬ এপ্রিল থেকে কার্যকর হবে। এই পরিবর্তনে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের ওভারলে বিজ্ঞাপন (Overlay Ads) সরিয়ে ফেলা হচ্ছে।
৬ এপ্রিল থেকে বিজ্ঞাপন দেখা যাবে না
আগামী ৬ এপ্রিল থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে এই পরিবর্তন কার্যকর হবে। সংস্থাটি তাদের ইউটিউব সাপোর্ট পেজে এ তথ্য জানিয়েছে। নয়া নিয়ম কার্যকর হওয়ার পর থেকে YouTube ভিডিওর শুরুতে প্রদর্শিত ছোটো ছোটো বিজ্ঞাপন আপনাকে আর বিরক্ত করবে না। তবে জানিয়ে রাখি, শুধু ইউটিউব ডেস্কটপ সংস্করণে এই ফিচারটি পাওয়া যাবে।
YouTube একের পর এক পরিবর্তন আনছে
মোবাইলে ওভারলে বিজ্ঞাপন দেখা যেত, তবে কিছু সময় আগে সেগুলি সরানো হয়েছিল এবং সেইসময় কেউ এর বিরোধিতা করেনি। তবে ডেস্কটপে এই বিজ্ঞাপনের পরিবর্তে নতুন কি আসবে তা এখনও স্পষ্ট নয়। সম্ভবত প্রি, মিড এবং পোস্ট-রোল বিজ্ঞাপনের উপর ফোকাস করা হবে।