ভিডিও-র মধ্যে থাকা কোনো প্রোডাক্ট পছন্দ হয়েছে? কেনার সুযোগ করে দেবে YouTube

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব (YouTube)-এর জনপ্রিয়তা কেমন, সে বিষয়ে আশা করি নতুন করে কিছু বলে দিতে হবে না। কারণ যেকোনো সময়ে বিভিন্ন বিষয়ের ভিডিও…

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব (YouTube)-এর জনপ্রিয়তা কেমন, সে বিষয়ে আশা করি নতুন করে কিছু বলে দিতে হবে না। কারণ যেকোনো সময়ে বিভিন্ন বিষয়ের ভিডিও চোখের পলকে অ্যাক্সেস করতে এই মার্কিনি প্ল্যাটফর্মটির জুড়ি মেলা ভার! কিন্তু অনেক সময়েই বিভিন্ন ইউটিউব ভিডিওতে এমন কিছু একটি চমৎকার গ্যাজেট, ডিভাইস বা ঘরোয়া যন্ত্রপাতি দেখা যায় যা আমাদের মত দর্শকদের বিস্মিত করে। ফলে আমরা ভিডিও দেখতে দেখতেই সেই জিনিসটির ব্যাপারে বিশদ অর্থাৎ জিনিসটি ঠিক কী, কোথায় পাওয়া যায়, সেটির দাম কত ইত্যাদি তথ্য জানতে উৎসুক হয়ে পড়ি। সেক্ষেত্রে মিউজিক ট্র্যাক, লিরিক্স ইত্যাদি সম্পর্কে জানার জন্য Shazam জাতীয় কিছু সহজ মাধ্যম থাকলেও, ভিডিওতে প্রদর্শিত কোনো জিনিস সম্পর্কে জানা ততটাও সহজ হয় না। তবে এবার মনে হয় এই ধরণের সমস্যার সমাধান হতে চলেছে, কারণ সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, ইউটিউব এখন ইন-ভিডিও প্রোডাক্ট নামক একটি ফিচারের ওপর কাজ করা শুরু করেছে। এই ফিচারের সাহায্যে ইউটিউবে ভিডিওতে প্রদর্শিত যেকোনো প্রোডাক্ট শনাক্ত করা যাবে।

রিপোর্ট অনুযায়ী, গত বছরের শুরু থেকেই যেকোনো ভিডিওর মধ্যে প্রদর্শিত প্রোডাক্টগুলিকে অ্যানালাইজ করা শুরু করেছে YouTube। ওই সময় থেকেই ভিডিওর নির্দিষ্ট প্রোডাক্টের জন্য একটি ওভার-লে অপশন দেখা যায় যেখানে ক্লিক করলেই প্রোডাক্টটি অ্যাক্সেস করার জন্য শপিং পোর্টালে পৌঁছানো যায়। তবে এই ফিচারটি সমস্ত ইউজারের জন্য উপলভ্য নেই; তাই ইউটিউব এখন আরো বেশি সংখ্যক ইউজারদের এটির অ্যাক্সেস দিতে চলেছে, যাতে কিছুটা চমকপ্রদ পরিবর্তনও দেখা যাবে।

9to5Google-এর রিপোর্ট অনুযায়ী, এতদিন কোনো ইউটিউব ভিডিওতে যে প্রোডাক্টগুলি দেখা যেত – সেগুলি কোন শপিং প্ল্যাটফর্মে উপলব্ধ কেবলমাত্র সেই লিঙ্ক দেখানো হত। কিন্তু এখন, ফিচারটির আপগ্রেডেশনের ফলে আপনার দেখা ভিডিওটির সাথে সংশ্লিষ্ট ভিডিও লিঙ্কও আপনাকে সাজেস্ট করা হবে। অর্থাৎ, আপনি যদি ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রদর্শিত কোনো একটি নির্দিষ্ট গ্যাজেট কেনার লক্ষ্যে থাকেন, তাহলে ভিডিও দেখার সাথে সাথেই আপনি অন্য ভিডিও মারফত অনুরূপ স্মার্ট গ্যাজেটের সন্ধান এবং রিভিউও পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে, সম্ভবত এটি প্লেয়ারের বাইরে উপস্থিত হবে, যেখানে বিভিন্ন গুগল ডেসক্রিপশন উপস্থিত থাকে।

এছাড়া উক্ত রিপোর্ট দেখে মনে হচ্ছে যে, গুগল, ইউজারদের কোনো ভিডিওতে ব্যবহৃত প্রোডাক্টগুলির একটি তালিকা দেখাবে, সাথে দেখাবে আরো কিছু ‘রিলেটেড প্রোডাক্ট’। এক্ষেত্রে এই বিকল্পটি ‘রেকমেন্ড ভিডিও’ বিভাগের মধ্যেও দেখা যেতে পারে, যা আপনি স্ক্রিনের নীচের দিকে স্ক্রল করার সাথে সাথে দেখতে পাবেন। এই প্রসঙ্গে বলে রাখি, গুগল জানিয়েছে যে এই ফিচারটি বর্তমানে যুক্তরাজ্যে পরীক্ষাধীন; আপাতত এটিকে নিয়ে কাজ বা পরীক্ষা-নিরীক্ষা চলবে, সবশেষে ইউজারদের জন্য একটি সর্বগুণসম্পন্ন ও সহজে ব্যবহারযোগ্য ফিচার চালু করা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন