YouTube: ইউটিউবের নতুন আপডেটে বিপদ, সমস্যায় হাজার হাজার ব্যবহারকারী
আপনি অ্যাপে স্ক্রল করে অন্য কিছু দেখার সময় ছোটো স্ক্রিনে একটি ভিডিও দেখতে পারেন। কিন্তু নতুন আপডেটের পর মিনিপ্লেয়ার অ্যাপের ডান দিকে নিয়ে গেলেই অদৃশ্য হয়ে যাচ্ছে।
সম্প্রতি YouTube অ্যাপ আপডেট করার পর যদি বিভিন্ন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনি একা নন, আরও অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। আসলে গুগলের এই ভিডিও প্ল্যাটফর্মে লেটেস্ট আপডেটের পর ব্যবহারকারীরা বেশকিছু সমস্যার কথা জানিয়েছে। এই আপডেটে গ্রানুলার প্লেব্যাক স্পিড কন্ট্রোল যুক্ত করেছিল ইউটিউব, কিন্তু ব্যবহারকারীরা দাবি করছে যে, নতুন আপডেট ইনস্টল করার পর অভিজ্ঞতা আরও ভালো হওয়ার পরিবর্তে খারাপ হচ্ছে।
ব্যবহারকারীরা ইউটিউবের মিনিপ্লেয়ারে সমস্যার কথা জানিয়েছেন। এই ফিচারের মাধ্যমে আপনি অ্যাপে স্ক্রল করে অন্য কিছু দেখার সময় ছোটো স্ক্রিনে একটি ভিডিও দেখতে পারেন। কিন্তু নতুন আপডেটের পর মিনিপ্লেয়ার অ্যাপের ডান দিকে নিয়ে গেলেই অদৃশ্য হয়ে যাচ্ছে। একজন রেডিট ব্যবহারকারীরা এই সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে মিনিপ্লেয়ার ডান দিকে নিয়ে গেলে অদৃশ্য হয়ে যাচ্ছে। এরপর থাম্বনেইলের উপর ক্লিক করলে ভিডিওটি দেখা যাচ্ছে।
এছাড়া প্লেব্যাক চালু নিয়েও আরেকটি সমস্যার সম্মুখীন হচ্ছে ইউটিউব ব্যবহারকরীরা। তারা জানিয়েছে যে, যখন তারা পোট্রেট মোডে ইউটিউব ভিডিও দেখতে দেখতে ফুল স্ক্রিন ল্যান্ডস্কেপ মোডে গেলে ভিডিও চলা বন্ধ হয়ে যাচ্ছে। আবার ফুল স্ক্রিন থেকে পোট্রেট করলেও একই সমস্যা দেখা যাচ্ছে। অর্থাৎ এখন পোট্রেট মোডে থাকাকালীন ফুল স্ক্রিন করলে ভিডিও চলতে শুরু করছে না।
উল্লেখ্য, ৭ নভেম্বর ইউটিউব এই আপডেট এনেছিল। যদিও অ্যাপটির স্টেবল ও বিটা ভার্সনে সমস্যাটি ধরা পড়েনি। তাই মনে হচ্ছে যারা আপডেট করেছে তাই কেবল সমস্যায় পড়েছে। এখনও পর্যন্ত ইউটিউব নতুন আপডেটের সমস্যা নিয়ে কিছু বলেনি। তাই সমস্যার সমাধান হিসেবে অ্যাপের আগের ভার্সনে চলে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে।
আপনি অ্যাপে স্ক্রল করে অন্য কিছু দেখার সময় ছোটো স্ক্রিনে একটি ভিডিও দেখতে পারেন। কিন্তু নতুন আপডেটের পর মিনিপ্লেয়ার অ্যাপের ডান দিকে নিয়ে গেলেই অদৃশ্য হয়ে যাচ্ছে।