YouTube ভিডিও দেখতে দেখতে ব্যাংক আ্যাকাউন্ট খালি, আতঙ্ক ছড়াচ্ছে নতুন ম্যালওয়্যার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম YouTube-এ প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা হয় এবং কোটি কোটি মানুষ এই ভিডিওগুলি দেখেন। কিন্তু বেশিরভাগ ব্যবহারকারীই জানেন…

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম YouTube-এ প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা হয় এবং কোটি কোটি মানুষ এই ভিডিওগুলি দেখেন। কিন্তু বেশিরভাগ ব্যবহারকারীই জানেন না যে, কিছু YouTube ভিডিওতে ম্যালিশিয়াস লিঙ্ক থাকতে পারে, যার মাধ্যমে কেবল তাদের ডিভাইসে মজুত থাকা সংবেদনশীল তথ্যই চুরি হবে না, তদুপরি তাদের ব্যাংক অ্যাকাউন্টও খালি হয়ে যেতে পারে! আজ্ঞে হ্যাঁ, ঠিকই বলছি; সম্প্রতি এই ধরনের ম্যালওয়্যার নিয়ে ইউজারদেরকে বিশেষভাবে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও গবেষকরা। আসুন, বিষয়টির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Youtube-এ ভিডিও দেখলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট!

সাইবার সিকিউরিটি কোম্পানি ক্লাউডসেক (CloudSEK)-এর গবেষকদের মতে, বর্তমান সময়ে ইউটিউব ভিডিওর মাধ্যমে সাইবার হামলার ঘটনা ২০০ থেকে ৩০০ শতাংশ বেড়েছে। উল্লেখ্য যে, বর্তমানে এই প্ল্যাটফর্মটির ২.৫ বিলিয়নেরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী রয়েছে, যার ফলে সহজ-সরল ইউজারদেরকে সাইবার জালিয়াতির ফাঁদে ফেলার জন্য আততায়ীরা ইউটিউবকেই অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। গবেষকদের মতে, ইদানীংকালে ইউটিউব ভিডিওর মাধ্যমে ব্যবহারকারীদের ডিভাইসে ব্যাংকিং ম্যালওয়্যার ডেলিভারি করা হচ্ছে, যা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সিভিভি (CVV) এবং পিনের মতো গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে।

ইউজারদের গোপন তথ্য চুরি করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই ম্যালওয়্যার

ক্লাউডসেকের গবেষকরা জানিয়েছেন যে, ব্যবহারকারীদের ডিভাইস থেকে সকল জরুরী ডেটা চুরি করার জন্য ইনফোস্টিলারস নামের এই ম্যালওয়্যারকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ক্ষতিকর ফাইল ডাউনলোড, ভুয়ো ওয়েবসাইটে অনুপ্রবেশ, এবং বেশ কিছু ইউটিউব টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে এই ম্যালওয়্যার ছড়িয়ে পড়ে। ডিভাইসে প্রবেশ করার পর একবার ইউজারদের গোপন ডেটা সংগ্রহ করা হয়ে গেলে এই ম্যালওয়্যার তৎক্ষণাৎ সেই সমস্ত তথ্য সাইবার জালিয়াতদের কমান্ড এবং কন্ট্রোল সার্ভারে প্রেরণ করে। আর এই যাবতীয় ডেটা একবার হ্যাকারদের হাতের মুঠোয় চলে গেলে পরবর্তীকালে তারা ঠিক কীভাবে এগুলির অপব্যবহার করে, সে সম্পর্কে বর্তমান ডিজিটাল যুগের বাসিন্দাদেরকে নতুন করে আর কিছু বলে দেওয়ার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই।

ম্যালিশিয়াস ভিডিও সনাক্ত করা Youtube-এর পক্ষে কার্যত অসম্ভব

ক্লাউডসেকের গবেষকরা আরও বলেছেন যে, হ্যাকাররা এখন এআই (AI) জেনারেটেড ভিডিওর সাহায্যে ইন্টারনেট ব্যবহারকারীদেরকে টার্গেট করছে। আর এই ধরনের আক্রমণের জন্য ইউটিউবই হল অন্যতম প্রধান প্ল্যাটফর্ম, যেখান থেকে তারা তাদের ভিডিওগুলিকে যত বেশি সম্ভব মানুষের কাছে অতি অনায়াসে পৌঁছে দিতে পারে। গবেষণায় দেখা গেছে যে, ইউটিউবে প্রতি ঘণ্টায় পাঁচ থেকে দশটি ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড ভিডিও আপলোড করা হয়, যার মাধ্যমে ব্যবহারকারীরা ম্যালওয়্যার ডাউনলোডের ফাঁদে পড়েন। সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হল, ইউটিউব অ্যালগরিদমের পক্ষে এই জাতীয় ভিডিওগুলিকে সনাক্ত করা এবং ব্লক করা মোটেই সহজ নয়।

নিরাপদে থাকতে হলে এই বিষয়গুলি মাথায় রাখুন

ফলে এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে, তাহলে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার উপায় কী? সেক্ষেত্রে বলি, কোনো Youtube ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে মজুত থাকা লিঙ্কে কোনোমতেই ক্লিক করবেন না। অনেক ক্ষেত্রেই এই ধরনের লিঙ্কগুলিতে ক্লিক করলে বিশেষ কোনো কার্যকর অ্যাপ, সিনেমা, কিংবা জরুরি সফটওয়্যার ডাউনলোডের প্রতিশ্রুতি দেওয়া থাকে, কিন্তু এগুলিকে বিশ্বাস করা একেবারেই উচিত নয়। উল্লেখ্য যে, এই ধরনের ক্ষতিকারক লিঙ্কগুলিতে ক্লিক করার মাধ্যমে ইউজারদেরকে অনেক সময়ই Adobe Photoshop, Premiere Pro, Autodesk 3ds Max এবং AutoCAD-এর মতো জনপ্রিয় সফটওয়্যার সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোডের আশ্বাস দেওয়া হয়, যার জেরে তারা অতি অনায়াসেই সাইবার জালিয়াতির ফাঁদে পড়ে যান। তাই মোদ্দা কথা হল, Youtube-এর কোনো ভিডিওর ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশনে থাকা লিঙ্কে কখনো ক্লিক করবেন না; আর প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করার জন্য সর্বদা কোনো অথোরাইজড ওয়েবসাইট কিংবা ভেরিফায়েড অনলাইন সোর্স ব্যবহার করুন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন