গেম খেলার মজা দ্বিগুণ করবে, Zeb Max Ninja 200 কিবোর্ড ভারতে লঞ্চ হল

Zebronics আজ ভারতে গেমারদের জন্য একটি নতুন মেকানিক্যাল কিবোর্ড লঞ্চ করলো, যার‌ নাম Zeb Max Ninja 200। এটি একটি ৮৪টি কী এর আরজিবি মেকানিক্যাল কিবোর্ড।…

Zebronics আজ ভারতে গেমারদের জন্য একটি নতুন মেকানিক্যাল কিবোর্ড লঞ্চ করলো, যার‌ নাম Zeb Max Ninja 200। এটি একটি ৮৪টি কী এর আরজিবি মেকানিক্যাল কিবোর্ড।

Zebronics এর এই কিবোর্ড কম্প্যাক্ট ডিজাইনের সাথে এসেছে। এই কিবোর্ডে তিনটি আলাদা আলাদা মোড সাপোর্ট করবে। আবার এতে ব্লুটুথের মাধ্যমে তিনটি ডিভাইস কানেক্ট করা যাবে। কিবোর্ডটি উইন্ডোজ, ম্যাক, আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চলা ডিভাইসে ব্যবহার করা যাবে।

এদিকে Zeb Max Ninja 200 অউটিমো রেড সুইচ ও হট সোয়াপেবল সুইচ সহ এসেছে। এর কি গুলি ৫০ মিলিয়নবার ট্যাব করলেও সঠিকভাবে কাজ করবে বলে কোম্পানি দাবি করেছে।

Zeb Max Ninja 200 রিচার্জেবল ব্যাটারি সহ এসেছে, আর এতে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর দেওয়া হয়েছে। ফুল চার্জে কিবোর্ড একমাস পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এটি অ্যামাজন থেকে কেনা যাবে। কিবোর্ডটির দাম রাখা হয়েছে ৪,৪৯৯ টাকা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন